বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

ট্যামি ব্রুস। ছবি: সংগৃহীত
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস এর মন্তব্য পাওয়া গেছে। সোমবার (১৭ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই বিষয় নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করতে রাজি হননি।
প্রশ্নকারী সাংবাদিকের প্রশ্ন ছিল, "যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন, পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৬০ দিন ধরে দায়িত্বে আছেন, তার দৃষ্টিতে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি কী এবং তিনি কী পদক্ষেপ নিচ্ছেন?"
উত্তরে, ট্যামি ব্রুস বলেন, "আপনি যেটি উল্লেখ করছেন তা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য, যে কোনো দেশের বিষয়কে আমেরিকা এবং তার প্রশাসন কীভাবে দেখে, তা নিয়ে।" এরপর তিনি বলেন, “যখন কূটনৈতিক আলোচনা এবং অন্যান্য দেশের পরিস্থিতি সম্পর্কে কথা আসে, আমি সে সম্পর্কে অনুমান করতে চাই না।”
কিন্তু প্রশ্নকারী আবারও একই বিষয়ে স্পষ্ট উত্তর জানতে চাইলেও, ট্যামি ব্রুস স্পষ্ট করে জানান, "আমি এমন কোনো মন্তব্য করতে পারব না যা সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক আলোচনার মধ্যে পড়ে, এবং এ সম্পর্কে কোনো অনুমানও আমি করতে চাই না।"
