ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবিঃ সংগৃহীত
ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, এতে সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শনিবার হুথিদের লক্ষ্যবস্তুতে “ব্যাপক এবং শক্তিশালী” বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুথিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন। ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুথি নেতা রয়েছেন, কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি।
হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতেও হামলা চালাবে।
বিবিসি বলছে, পূর্বের মৃত্যুর সংখ্যা আপডেট করে রোববার হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় “পাঁচ শিশু এবং দুই নারীসহ” ৫৩ জন নিহত হয়েছেন এবং আরও ৯৮ জন আহত হয়েছেন।
