গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল, শর্ত জিম্মি মুক্তি ও নিরস্ত্রীকরণ

ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি আছে ইসরায়েল। তবে এর জন্য শর্ত হিসেবে তারা হামাসকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র।
গত রোববার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। এরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সব ধরনের মানবিক সহায়তা ও পণ্য প্রবেশ বন্ধের নির্দেশ দেন, যা নতুন করে মানবিক সংকটের আশঙ্কা সৃষ্টি করেছে।
তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা ও পণ্যগুলোর মাধ্যমে হামাস অর্থ উপার্জন করছে এবং এটি তাদের আয়ের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। তার ভাষায়, হামাস এই অর্থ দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের পাশাপাশি তরুণদের দলে ভেড়াচ্ছে। তাই গাজায় পণ্য সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও যুদ্ধবিধ্বস্ত কোনো অঞ্চলে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের শামিল বলে মনে করেন বিশ্লেষকরা।
অন্যদিকে, যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পরই গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় সেখানে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ইসরায়েলি বাহিনী নতুন করে বর্বর হামলা চালাতে পারে, যা আরও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করবে।
