বাংলাদেশিদের বের করে দিন, হাসিনাকে দিয়ে শুরু করুন: শিবসেনা নেতা
শিবসেনা নেতা সঞ্জয় রাউত (ইনসটে শেখ হাসিনা)। ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের বিজেপি নেতাদের উদ্দেশ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউত আক্রমণ করে বলেছেন, "মোদী সাহেব ও অমিত শাহের সঙ্গে দেখা করে বলুন, সব বাংলাদেশিদের বের করে দিন এবং শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে, যাকে এই দেশে আশ্রয় দেওয়া হয়েছে।"
এই মন্তব্য তিনি করেছেন, যখন বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর প্রকাশ করেছে।
সঞ্জয় রাউত আরও বলেন, "বিজেপি এখন নাটক করছে, কারণ মুম্বাই মহানগর পালিকার নির্বাচন আসছে। তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।" তিনি দাবি করেন, "বাংলাদেশিদের নিয়ে আমাদের আগে কাজ শুরু হয়েছিল, কিন্তু বিজেপি তখন বাধা দিয়েছিল, কারণ আন্তর্জাতিক সম্পর্কের কথা বলেছিল।"
এছাড়া, সঞ্জয় রাউত জানান, "যদি হামলাকারী বাংলাদেশি হয়, তাহলে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যদি রোহিঙ্গারা এখানে আসে, তা-ও তাদের দায়িত্ব।"
তিনি বিজেপির দ্বিচারিতা নিয়ে আরও মন্তব্য করেন, "কীভাবে করিনা কাপুর ও সাইফ আলি খানকে নিয়ে লাভ জেহাদ কথা বলা হয়েছিল, কিন্তু এখন হামলার পর তাদের প্রতি ভালোবাসা দেখানো হচ্ছে। তাদের ছোট ছেলে তৈমুরের নাম নিয়েও অনেক কিছু বলেছিল বিজেপি, এখন তা নিয়ে চুপ আছে।"