ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) পিটিআই সূত্রে এই তথ্য জানা যায়। আদালত তাদের বিরুদ্ধে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও ঘোষণা করেছে। ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরা বিবিকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে যথাক্রমে আরও ছয় মাস ও তিন মাসের জেল ভোগ করতে হবে।
মামলাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত আল-কাদির ট্রাস্টকে কেন্দ্র করে। ইমরান খান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ট্রাস্টটি একটি দাতব্য সংস্থা হিসেবে নিবন্ধিত হলেও পাকিস্তানি কর্তৃপক্ষের অভিযোগ, এটি ছিল একটি ছদ্মবেশী সংস্থা। অভিযোগ অনুযায়ী, ইমরান খান ও বুশরা বিবি প্রভাবশালী ব্যবসায়ী মালিক রিয়াজ হুসেইনের কাছ থেকে ঘুষ হিসেবে মূল্যবান জমি গ্রহণ করেছিলেন।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর, ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি, এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। ইমরান খান ও তার স্ত্রী এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।
রায়ের পর পিটিআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা রায়ের বিস্তারিত অনুলিপি পাওয়ার অপেক্ষায় রয়েছে। দলটি দাবি করেছে, মামলাটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
পিটিআই আরও জানায়, "প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে স্পষ্ট, ইমরান খান ও বুশরা বিবি ট্রাস্টির ভূমিকা ছাড়া অন্য কোনো কাজ করেননি। এখানে দুর্নীতি বা অনিয়মের কোনো প্রমাণ নেই।"
রায়ের পর ইমরান খানের সমর্থকরা এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।