যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া সত্ত্বেও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলা থেমে নেই। বৃহস্পতিবারের হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার ৮০০ জনে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের অব্যাহত হামলায় ৮১ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন। সাম্প্রতিক এই হামলাগুলোতে গাজার আরও অন্তত এক লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, পুরো গাজা জুড়ে ভেঙে পড়া ভবনগুলোর নিচে ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে, কারণ রাস্তাগুলোও ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারীরা আটকা পড়া মানুষের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজায় ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা উপেক্ষা করে ইসরায়েল তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সহিংসতায় পুরো গাজা এক ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহল গাজায় অবিলম্বে হামলা বন্ধের দাবি জানালেও ইসরায়েলের নিরলস হামলায় প্রতিদিন নতুন করে প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ।