রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি
রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি। ছবি: সংগৃহীত
মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ভারতীয় রুপির দাম। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৮৬ ভারতীয় রুপি।
এশিয়ান মুদ্রার ব্যাপক দরপতনের ধারাবাহিকতায় আজ সোমবার (১৩ জানুয়ারি) রুপির দাম শূন্য দশমিক চার শতাংশ কমে ৮৬.৩৯ এ পৌঁছেছে। মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রত্যাশার চেয়েও শক্তিশালী হওয়ার পর রুপির এই বড় পতন ঘটে, যা ডলারকে আরও শক্তিশালী করে তুলেছে এবং রুপিসহ বিভিন্ন মুদ্রার ওপর চাপ সৃষ্টি করেছে।
ইউএস ননফার্ম পে-রোল ডেটা অনুযায়ী, গত মাসে এক লাখ ৬০ হাজার প্রত্যাশার বিপরীতে চাকরিতে যোগদান করেছেন দুই লাখ ৫৬ হাজার জন। এছাড়া, যুক্তরাষ্ট্রের সেবা এবং উৎপাদন খাতে শক্তিশালী কর্মক্ষমতা বিশ্বের বৃহত্তম অর্থনীতির স্থিতিস্থাপকতাকে আরও একবার প্রমাণ করেছে।
নতুন তথ্যের ভিত্তিতে ফেডারেল রিজার্ভের কাছ থেকে দ্রুত সুদের হার কমানোর আশাগুলো ক্ষীণ হয়ে গেছে, যা ডলারকে শক্তিশালী করেছে এবং রুপিকে দুর্বল করেছে। রুপির পতনের পেছনে আরেকটি প্রধান কারণ হলো বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারাবাহিক বিক্রি। এটি রুপির পতনকে আরও তীব্র করে তুলেছে।
বাজার বিশেষজ্ঞদের ধারণা, প্রাথমিকভাবে শক্তিশালী অর্থনীতি এবং সুদের হার কমানোর কারণে ২০২৫ সালের প্রথমার্ধে ডলারের প্রতিপত্তি অব্যাহত থাকবে। নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর হু হু করে কমছে। ভারতীয় শেয়ারবাজার থেকেও মুখ ফিরিয়ে রয়েছেন বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি অংশ। অবিলম্বে পরিস্থিতির বদল না হলে তা আরও খারাপের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
সিএনবিসির সংবাদে বলা হয়েছে, ২০২৫ সালে ফেডারেল রিজার্ভ দুবার নীতি সুদহার কমাতে পারে, যদিও এর আগে তারা চারবার পর্যন্ত সুদহার হ্রাসের আভাস দিয়েছিল। ২০২৫ সালে ২ দশমিক ৫ শতাংশ গড় মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছে ফেডারেল রিজার্ভ। সংগত কারণে নীতি সুদ বেশি কমাবে না তারা। ডলার ইনডেক্সের মান দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে। ফলে রুপিসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের মুদ্রা চাপের মুখে পড়ে গেছে।