ইংল্যান্ডে দুপুরের খাবারসহ বিনা টিকিটে বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ: টেলিগ্রাফের প্রতিবেদন
যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ হুট করেই ক্রিকেট সম্পর্কিত একটি বিতর্কে জড়িয়েছেন।
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের ওভাল এবং লর্ডস স্টেডিয়ামে দুটি ম্যাচ বিনা টিকিটে দেখার অভিযোগ উঠেছে টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধে। ম্যাচগুলো ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এবং বাংলাদেশ বনাম পাকিস্তান।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, টিউলিপ এবং তার ভাই-বোনেরা ম্যাচগুলোতে সৌজন্য টিকিটে উপস্থিত ছিলেন। টিকিটগুলোতে দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল। প্রতিটি টিকিটের মূল্য ছিল ৩৫৮.৮০ পাউন্ড (বাংলাদেশি প্রায় ৫৪ হাজার টাকা)।
ম্যাচ দুটিতে টিউলিপের সঙ্গী ছিলেন কাজী নাবিল আহমেদ, যিনি বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক সদস্য এবং বাফুফের সাবেক সহ-সভাপতি।
বাংলাদেশে উপহার বা সৌজন্য টিকিট গ্রহণ নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। তবে, যুক্তরাজ্যের আইন অনুসারে, সরকারি পদে থেকে বিনা মূল্যে এমন সুবিধা গ্রহণ করলে তা নৈতিক ও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ।
এই ঘটনার পর টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ আইনের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা তার রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থাহীনতা তৈরি করতে পারে।