শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার!

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনে একটি ফ্ল্যাট বিনামূল্যে নেওয়ার অভিযোগে তদন্ত চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে এবং সরকারে তার বিকল্পের খোঁজ শুরু হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম দ্য টাইমস।

শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সূত্রদের বরাত দিয়ে বলা হয়েছে, টিউলিপের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অভিযোগের মধ্যে একটি হল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট নেওয়া।

এমনকি তার বিকল্প হিসেবে কয়েকজন প্রার্থীর নামও আলোচনায় এসেছে। তবে কিয়ার স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র দাবি করেছেন যে, বিকল্প প্রার্থীদের তালিকা তৈরি করার খবর সঠিক নয়।

এদিকে, নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ সিদ্দিক অভিযোগের তদন্তের জন্য উপদেষ্টা লউরি ম্যাগনাসকে চিঠি লিখেছেন। তিনি চিঠিতে বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বেশিরভাগই ভুল এবং সেগুলোর সত্যতা যাচাই করার জন্য স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে লন্ডনে কয়েকটি সম্পত্তি উপহার পেয়েছেন, এবং সেসব সম্পত্তিতে বসবাস করেছেন। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানে জানা গেছে, টিউলিপকে লন্ডনের কিংস ক্রস এলাকায় এক আবাসন ব্যবসায়ী ৭ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। তার বোনও একই ধরনের একটি ফ্ল্যাট পেয়েছিলেন। তবে টিউলিপের মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযোগ মিথ্যা এবং তার কোনোরূপ অপরাধ বা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।

এছাড়া, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক (বিএফআইইউ) তার এবং তার পরিবারের সাত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।

যদিও দ্য টাইমস জানিয়েছে, টিউলিপের বিকল্প হিসেবে যাদের নাম উঠেছে তাদের মধ্যে লেবার পার্টির কয়েকজন শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার সদস্য রয়েছেন। তবে টিউলিপের নিজেকে অযথা সন্দেহের বাইরে রাখতে তিনি তদন্তের জন্য সব সময় প্রস্তুত।

Header Ad
Header Ad

মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়

অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশি শোবিজের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি পরিবারসহ সৌদি আরবে ওমরাহ পালন করতে গেছেন। তার এই পবিত্র সফরের খবর তিনি নিজেই ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। তবে, ওমরাহ পালনে যাওয়ার পর থেকেই কিছু নেটিজেনের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি, যা নিয়ে তিনি বেশ বিরক্ত।

শুক্রবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন নিলয়।

পোস্টে তিনি জানান, এর আগে বিভিন্ন দেশের ছবি শেয়ার করলেও কখনও এত বাজে মন্তব্য পাননি, বিশেষত মক্কায় ছবি দেওয়ার পর এই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া আসছে। তিনি তার পোস্টে লিখেন, “পবিত্র নগরীতে এসেছি, ছবি দেখে যদি ভালো লাগে তো ভালো মন্তব্য করবেন, আর যদি না লাগে, তাহলে এড়িয়ে যাবেন।”

এছাড়া, তিনি মন্তব্য করেন যে, “বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার প্রকাশ। হিংসা থেকে দূরে থাকলে জীবন সুন্দর হয়।” নিলয় আরও বলেন, “আল্লাহ আমাকে দ্বিতীয়বার এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি চান, আবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও এখানে আসতে পারেন।”

এদিকে, ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আমার নাটক দেখেই আমাকে চেনেন, আর এখন নাটক ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দিন। তাতে নতুন নাটকও হবে না।”

Header Ad
Header Ad

যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে নেতানিয়াহু: হামাস  

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সমাপ্তির পরে যুদ্ধের অবসানে সম্মত হয়েছেন বলে জানিয়েছে হামাসের একটি সূত্র।

শনিবার (১১ জানুয়ারি) হামাসের একটি সূত্র লন্ডন ভিত্তিক নিউজ আউটলেট আল-আরবি আল-জাদেদকে জানিয়েছে উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।

আল-আরবি এক প্রতিবেদনে জানায়, গাজা-ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানের একটি স্পষ্ট পরিবর্তন হয়েছে। তিনি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় শেষ হওয়ার পরে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন।

ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী কান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সঙ্গে কাতারের জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনার একটি ইতিবাচক বার্তা ইসরায়েলকে পাঠানোর পর নেতানিয়াহু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

হামাসের একটি সূত্র লন্ডন ভিত্তিক নিউজ আউটলেটকে বলেছে, বিতর্কিত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখন আপাতত যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণেই নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে আল-আরাবি।

Header Ad
Header Ad

নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জন, যা জানা গেল

সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে- এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে।

তবে নিক্সন চৌধুরীকে গ্রেফতারের তথ্যটি পুলিশের পক্ষ থেকে ভুয়া বলে জানানো হয়েছে। এছাড়াও ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারও বলছে খবরটি সত্য নয়।

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠজনের তথ্য মতে, তাকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন। কম্পিউটার থেকে তার ছবি তৈরি করা হয়েছে।

নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জনে ওই ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন নিক্সন চৌধুরী। মুখে খোঁচা খোঁচা দাড়িও রয়েছে।

তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। ওই সময়ের পর থেকে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গার থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, ‘বেসরকারি টিভির লোগো লাগানোসহ বিষয়টি ছড়ানো হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি, সংবাদটি ভিত্তিহীন ও বানোয়াট। কোনো কম্পিউটার থেকে এটা তৈরি করা হয়েছে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়
যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে নেতানিয়াহু: হামাস  
নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জন, যা জানা গেল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী
নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে: পররাষ্ট্র উপদেষ্টা  
ময়মনসিংহে মাজার ভাঙচুর ও কাওয়ালিতে হামলার ঘটনায় মামলা  
বিএনপি সংস্কার ও দ্রুত নির্বাচন দুটোই চায়: মির্জা ফখরুল
ঢাকায় পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন
তামিমের বিদায়ে যা বললেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য
আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ
সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর
আ.লীগ নির্বাচন করতে পারবে কি না, তা সময় বলে দেবে: সিইসি
যশোরে তীব্র শীতে ফুটপাতের দোকানে ভিড়, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আমি মানুষ, দেবতা নই: মোদি
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার!
বুধবার বাইডেনের বিদায়ী ভাষণ
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ একাধিক
ঘুষের মামলায় দোষী সাব্যস্ত, তবুও নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প
১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩