টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার!
টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনে একটি ফ্ল্যাট বিনামূল্যে নেওয়ার অভিযোগে তদন্ত চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে এবং সরকারে তার বিকল্পের খোঁজ শুরু হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম দ্য টাইমস।
শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সূত্রদের বরাত দিয়ে বলা হয়েছে, টিউলিপের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অভিযোগের মধ্যে একটি হল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট নেওয়া।
এমনকি তার বিকল্প হিসেবে কয়েকজন প্রার্থীর নামও আলোচনায় এসেছে। তবে কিয়ার স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র দাবি করেছেন যে, বিকল্প প্রার্থীদের তালিকা তৈরি করার খবর সঠিক নয়।
এদিকে, নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ সিদ্দিক অভিযোগের তদন্তের জন্য উপদেষ্টা লউরি ম্যাগনাসকে চিঠি লিখেছেন। তিনি চিঠিতে বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বেশিরভাগই ভুল এবং সেগুলোর সত্যতা যাচাই করার জন্য স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে লন্ডনে কয়েকটি সম্পত্তি উপহার পেয়েছেন, এবং সেসব সম্পত্তিতে বসবাস করেছেন। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানে জানা গেছে, টিউলিপকে লন্ডনের কিংস ক্রস এলাকায় এক আবাসন ব্যবসায়ী ৭ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। তার বোনও একই ধরনের একটি ফ্ল্যাট পেয়েছিলেন। তবে টিউলিপের মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযোগ মিথ্যা এবং তার কোনোরূপ অপরাধ বা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।
এছাড়া, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক (বিএফআইইউ) তার এবং তার পরিবারের সাত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।
যদিও দ্য টাইমস জানিয়েছে, টিউলিপের বিকল্প হিসেবে যাদের নাম উঠেছে তাদের মধ্যে লেবার পার্টির কয়েকজন শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার সদস্য রয়েছেন। তবে টিউলিপের নিজেকে অযথা সন্দেহের বাইরে রাখতে তিনি তদন্তের জন্য সব সময় প্রস্তুত।