টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ লক্ষ্যে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য সম্ভাব্য ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত করা হয়েছে। যদিও অতীতে বাংলাদেশের আর্থিক দুর্নীতির মামলার তদন্তের প্রেক্ষিতে টিউলিপের ওপর পদত্যাগের চাপ বাড়লেও প্রধানমন্ত্রী স্টারমার তাকে সমর্থন দিয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক থাকার কারণে টিউলিপকে তার পদ থেকে সরানোর প্রেক্ষিতে নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়ে আলোচনা চলছে। সোমবার টিউলিপ নিজেই তার বিরুদ্ধে তদন্তের জন্য মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজারের কাছে প্রকাশ্যে আহ্বান জানানোর আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়।
প্রধানমন্ত্রী স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা থাকার কথা বললেও অভ্যন্তরীণ সূত্র মতে, কেয়ার স্টারমারের ঘনিষ্ঠরা টিউলিপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে বিকল্প প্রার্থীদের বিবেচনা করছেন।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার সদস্য হিসেবে ট্রেজারি এবং অর্থনীতিবিষয়ক দায়িত্বে আছেন। তবে বাংলাদেশের একটি পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৪০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ তাকে চাপে ফেলেছে। যুক্তরাজ্যের টোরি এমপিরা তার পদত্যাগ দাবি করেছেন এবং সম্পত্তির বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, টিউলিপ একটি ফ্ল্যাট উপহার পেয়েছিলেন, যা তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই ফ্ল্যাট থেকে প্রতি বছর ৯০ হাজার পাউন্ড আয় করছেন তিনি। এ বিষয়টি টিউলিপের রাজনৈতিক অবস্থানকে আরও সংকটে ফেলেছে।
যদিও টিউলিপ তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং তদন্ত আহ্বান করে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন, তবে পরিস্থিতি তাকে পদত্যাগের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।