‘১৫ মিনিটে বাংলাদেশ ক্লিয়ার’ করবেন বিজেপি নেতা, ছিঁড়লেন পতাকা
ছবি: সংগৃহীত
তেলেঙ্গানার বিজেপি নেতা এবং বিধায়ক টি রাজা সিং সম্প্রতি এক জনসভায় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এবং তাদের দোকান লুট হচ্ছে। এই অভিযোগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানান, ‘১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, যাতে পরিস্থিতি পরিষ্কার করা যায়।’
রবিবার (৮ ডিসেম্বর) গোয়ার কুরচোরেমে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি একটি তলোয়ার প্রদর্শন করে দাবি করেন, এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত।
রাজা সিং আরও বলেন, যারা ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে, তারা শাস্তি পাবে। তিনি গোয়ার মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দাবি করেন, হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে এবং এ বিষয়ে হিন্দুদের সচেতন হতে হবে।
রাজা সিংয়ের এই বক্তব্য নিয়ে কংগ্রেসের কড়া প্রতিক্রিয়া এসেছে। তারা গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে তার সফর বাতিলের দাবি জানায়। কংগ্রেসের অভিযোগ, রাজা সিংয়ের বক্তব্য গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং এর শান্তিপূর্ণ পরিবেশের ক্ষতি করবে।
গোয়ার কংগ্রেস নেতা গিরীশ দাবি করেন, গোয়া তার সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। রাজা সিংয়ের মতো নেতার উস্কানিমূলক বক্তব্য এই ঐতিহ্যকে বিপন্ন করতে পারে।
এই ঘটনাটি ইতোমধ্যেই ভারতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।