রোগী খরায় কলকাতার হাসপাতাল, এক প্রতিষ্ঠানের ১০ শতাংশ ছাড়ের ঘোষণা
ছবি: সংগৃহীত
কলকাতার বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশি রোগীদের চিকিৎসা খরচে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাসপাতালের সুপার ডা. সুশান্ত সেনগুপ্ত এবং ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।
তারা জানান, বাংলাদেশি রোগীদের বয়কট নয় বরং অতিথির মতো সম্মান জানিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করে যে, বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে অনেক রোগী আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের পরিবারের দিক বিবেচনা করেই মানবিক দৃষ্টিকোণ থেকে এই ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই ছাড় কতদিন কার্যকর থাকবে, তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
বাংলাদেশি রোগীদের বয়কটের প্রেক্ষিতে ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর আগে এই ধরনের ঘোষণার তীব্র নিন্দা করে। তাদের অবস্থানকে সমর্থন জানিয়ে বেহালার এই হাসপাতালের উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গসহ ভারতের চিকিৎসা মহলে।