উত্তেজনা কমাতে আগামী দিনগুলো হবে গুরুত্বপূর্ণ: ইমানুয়েল মাখোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল (সোমবার) মস্কোয় পাঁচ ঘণ্টার বেশি সময় বৈঠকের পর এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।
ইউক্রেন নিয়ে যখন আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়ার টানটান উত্তেজনা বিরাজ করছে তখন পুতিন ও মাখোঁ মস্কোতে বৈঠক করলেন। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, 'আগামী দিনগুলো হবে চূড়ান্ত এবং বিস্তারিত আলোচনা প্রয়োজন যা আমরা একসঙ্গে চেষ্টা করছি।'
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট বলেন, বৈঠকে প্রেসিডেন্ট মাখোঁ এমন কিছু প্রস্তাব দিয়েছেন যা যৌথ পদক্ষেপের ভিত্তি হতে পারে। তবে এগুলো এখনো খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে যা নিয়ে কথা বলার সময় হয় নি।
প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেন সফরে যাবেন। ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি আবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন।
এদিকে, ইউক্রেনে রাশিয়া খুব শিগগির আগ্রাসন চালবে পশ্চিমা দেশগুলো এই আশঙ্কা করছে এবং সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। অপরদিকে রাশিয়া-ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধির পরও রাশিয়া বলে আসছে তার দেশ ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় না। তবে সে প্রতিশ্রুতিতে ভরসা করতে পারছে না আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো।
অপরদিকে মস্কো বলছে, ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত করা যাবে না এবং পূর্ব ইউরোপ থেকে এই জোটের সেনা সংখ্যা হ্রাস করতে হবে। কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এ দুটি বিষয়ে কোনো আলোচনা হবে না বরং পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে মস্কোর সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি আছে।
কেএফ/