ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩
ছবি: সংগৃহীত
চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে একটি প্রাইভেটকার পথচারীদের ওপর চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। চীনা পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ফ্যান নামের এক ব্যক্তি তার এসইউভি গাড়ি নিয়ে হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ চালান। গাড়িটি স্পোর্টস সেন্টারের সামনে থাকা প্রতিবন্ধকতা ভেঙে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠিয়ে দেন তিনি। এতে অনেকেই গাড়ির নিচে চাপা পড়েন, এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চালক ফ্যান নিজেও গুরুতর আহত হয়ে কোমায় আছেন। হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর ঘটনাস্থলে চরম আতঙ্ক বিরাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও সাধারণ পথচারীরা আহতদের সেবা দিতে এগিয়ে আসেন। তবে বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় চীনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।