ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত
ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে যুক্ত তিন কর্মকর্তার বরাত দিয়ে তেহরান টাইমস জানায়, গত সোমবার খামেনি তার দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্দেশ দেন। ইরানি সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছেন বলে জানা গেছে।
গাজা ও লেবাননে চলমান সংঘাতসহ বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রতি ক্ষুব্ধ ইরান ইতোমধ্যেই হামলা-পাল্টা হামলার ঘটনা প্রত্যক্ষ করেছে। তেহরান টাইমসের বরাতে বাসস জানিয়েছে, এই পরিস্থিতিতে ইরান তার সামরিক প্রস্তুতি জোরদার করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইরান হামলা চালাবে না বলে ধারণা করা হলেও বিভিন্ন সূত্র বলছে, নির্বাচনের আগেই ইরান তার প্রতিক্রিয়া জানাতে পারে।
গত ৩০ অক্টোবর সিএনএন এক উচ্চপদস্থ সূত্রের বরাতে জানায়, ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান একটি সুনির্দিষ্ট ও বেদনাদায়ক পদক্ষেপ নেবে। ইরানের সূত্র সিএনএনকে জানায়, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া ‘নির্দিষ্ট ও বেদনাদায়ক’ হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।