যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি: ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে ঘটবে ‘বাবা সিদ্দিকির মতো পরিণতি’
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে একটি বার্তা এসেছে। একটি অচেনা নম্বর থেকে আসা এই হুমকি বার্তায় বলা হয়েছে, ১০ দিনের মধ্যে পদত্যাগ করতে হবে যোগী আদিত্যনাথকে। তা না হলে তার পরিণতি হবে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকির মতো। মুম্বাই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে শনিবার সন্ধ্যায় এ হুমকি বার্তা আসার পরপরই গোটা ভারতে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ।
মুম্বাই পুলিশ জানিয়েছে, এই হুমকির নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে গত ১২ অক্টোবর বাবার অফিসের বাইরে গুলি চালিয়ে হত্যা করার পর থেকেই মুম্বাই পুলিশের ওপর চাপ সৃষ্টি হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য। বাবার খুনের ঘটনায় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে আসায়, পুলিশের সন্দেহ হুমকি বার্তায় কোনো গ্যাংয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই মুম্বাই পুলিশ এখন ফোনের উৎস শনাক্ত করতে এবং এর পেছনের গ্যাং সংযোগের খোঁজে ব্যাপক তদন্ত চালাচ্ছে।
হুমকির বার্তা পাওয়ার পর মুম্বাই পুলিশ থেকে উত্তরপ্রদেশের পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। যোগী আদিত্যনাথের নিরাপত্তা ব্যবস্থাও ইতোমধ্যেই জোরদার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বাবাকে হত্যার নেপথ্যে ছিলেন লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোল, যিনি কানাডা থেকে এই হত্যাকাণ্ড পরিচালনা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। আনমোলকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কানাডা থেকে তার প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বাবার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই হুমকি বার্তার সূত্র ধরে প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক তৎপরতা চলছে, যাতে এই ধরনের কোনো সহিংসতা আর না ঘটে।