ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না রিপাবলিকান নেতা শোয়ার্জনেগার
ছবি: সংগৃহীত
হলিউড সুপারস্টার ও কিংবদন্তি বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগার রাজনীতিতেও একজন প্রভাবশালী ব্যক্তি। রিপাবলিকান দলের নেতা হিসেবে তিনি ক্যালিফোর্নিয়ার গর্ভনর ছিলেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শোয়ার্জনেগার নিজের মতামত প্রকাশ করেছেন এবং জানিয়ে দিয়েছেন, এবার তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না।
গত বুধবার (৩০ অক্টোবর) শোয়ার্জনেগার এক্স (পূর্বে টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে জানান, সাধারণত রাজনীতি থেকে দূরে থাকলেও বর্তমান পরিস্থিতি উপেক্ষা করা সম্ভব নয়। তাই এবারের নির্বাচনে তিনি নিজের সিদ্ধান্ত স্পষ্ট করেছেন এবং ভোট দেওয়ার পরিকল্পনাও করেছেন।
I don’t really do endorsements. I’m not shy about sharing my views, but I hate politics and don’t trust most politicians.
— Arnold (@Schwarzenegger) October 30, 2024
I also understand that people want to hear from me because I am not just a celebrity, I am a former Republican Governor.
My time as Governor taught me to…
শোয়ার্জনেগার বলেন, “রিপাবলিকান হওয়ার আগে আমি একজন আমেরিকান। দেশ ও জাতীয়তাবাদের প্রতি আমার ভালোবাসা দলের চেয়ে বড়।” তিনি মনে করেন, ট্রাম্পের আচরণ আমেরিকার সুনামের জন্য ক্ষতিকর এবং তিনি এই পরিস্থিতিকে আরও বিভাজিত করতে পারেন।
শোয়ার্জনেগার ট্রাম্পের প্রতি হতাশা প্রকাশ করে বলেন, ২০২০ সালের নির্বাচনের ফলাফল মেনে নিতে ট্রাম্পের অস্বীকৃতি তাকে বিস্মিত করেছে। তার মতে, “এ ধরনের আচরণ আমেরিকানসুলভ নয়।” ট্রাম্পকে সমর্থন না করার কারণ হিসেবে শোয়ার্জনেগার যুক্ত করেন, “আমেরিকাকে সবসময় মহান দেশের মতো দেখতে চাই। কোনো আবর্জনার ঝুড়ি হিসেবে নয়।”
এবারের নির্বাচনে শোয়ার্জনেগার বেছে নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে। তিনি বিশ্বাস করেন, ট্রাম্পের পুনরায় জয় দেশকে আরও বিভাজন ও হতাশার দিকে নিয়ে যাবে। তাই শোয়ার্জনেগারের মতে, কমলা হ্যারিস ও ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালজ দেশের জন্য কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম।