হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে লেবাননে ৫ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই সংঘর্ষের সময় তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং তিনজন স্টাফ সার্জেন্ট পদমর্যাদার ছিলেন।
শুক্রবার (১৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিহতদের নাম মেজর ওফেক বাচার, ক্যাপ্টেন ইলাদ সিমান টভ, স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইতান উইডার, স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল, এবং স্টাফ সার্জেন্ট ইহুদাহ ডর ইয়াহালোম।
ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে এই সংঘর্ষে একজন অফিসার এবং আরও দুই সেনা গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
গত ১ অক্টোবর ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসেবে দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহ মাঝে মাঝে ইসরায়েলে হামলা চালাচ্ছে। গত মাসের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে, যা এখনো অব্যাহত রয়েছে।