স্বেচ্ছা পরীক্ষায় কোভিড শনাক্ত হলে মিলবে সোয়া লাখ টাকা পুরস্কার
চীনের উত্তরাঞ্চলীয় হারবিন নগর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে সেখানে কেউ স্বেচ্ছায় করোনা পরীক্ষা করলে এবং তাতে পজিটিভ ফলাফল এলে তাকে ১ হাজার ৫৭০ ডলার (প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকা) পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে ১ হাজার জনের বেশি মানুষ নিউক্লিয়িক অ্যাসিড টেস্টে পজিটিভ আসার কারণে পুরস্কৃত হয়েছেন। খবর: ইনসাইডার।
গত শনিবার সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ এ মর্মে একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেন। তাতে বলা হয়েছে, হারবিনের যেসব বাসিন্দাদের কেউ যদি অস্বস্তি বোধ করেন, লক্ষণ প্রকাশের পর আগ্রহী হয়ে করোনা পরীক্ষা করাবেন ও পজিটিভ শনাক্ত হবেন এবং সেই তথ্য জানাবেন তাঁরা এ পুরস্কার পাবেন।
অবশ্য চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বেইজিং নিউজে এ খবর প্রকাশ করার পর তার নিচে কমেন্টে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের কাউকে ‘সংবাদটি অদ্ভুত বলে মনে হচ্ছে। কিন্তু আমি বলতে পারব না এটি কতটা অদ্ভুত!’ এমন মন্তব্যও করতে দেখা গিয়েছে।
নগর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোথাও করোনা সংক্রমণের খবর পাওয়া গেলে সেটি খেয়াল রাখতে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া কারও জ্বর, কাশি, গলাব্যথা, মাংসপেশিতে ব্যথা, স্বাদ বা গন্ধ হারানো কিংবা ডায়রিয়া হলে নিজে নিজেই কোনো চিকিৎসা না করতে বলা হয়েছে। এমন হলে মাস্ক পরিধান করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে যেতে হবে। একই সঙ্গে তিনি সম্প্রতি কোথাও ভ্রমণ করেছেন এবং কারও সংস্পর্শে গেছেন কি না, সেটিও জানাতে হবে।
/এএন