পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
চলতি মাসে পাকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, যিনি পাকিস্তান সফরে যাচ্ছেন। সুষমা স্বরাজ ২০১৫ সালে পাকিস্তান সফর করেছিলেন।
এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে অন্যতম। ভারত ও পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাবাদে এসসিও সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্যে পড়ে। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে এবং পাল্টা বালাকোটে সামরিক অভিযান চালায়।
ওই বছরের আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) বাতিল করে। এর প্রতিবাদে পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানায়। এই ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয় এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উত্তপ্ত বাকবিনিময় চলে।
সম্প্রতি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জম্মু-কাশ্মীরের বিষয়ে ভারতকে তীব্র সমালোচনা করেন। তিনি ভারতের কার্যকলাপকে "বেআইনি" এবং "একতরফা" আখ্যা দেন। এর প্রতিবাদে ভারতের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত ফাস্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন শাহবাজের বক্তব্যকে 'হঠকারী' বলে উল্লেখ করেন এবং পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসে সমর্থন দেওয়ার কড়া সমালোচনা করেন।