ইসরাইল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি: ইরান
ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাঘেরি কানি বলেছেন, ইসরাইলি সন্ত্রাসী ও অপরাধীদের থামানো না গেলে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদির সঙ্গে এক টেলিফোন সংলাপে এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ১০ মাসে ইহুদিবাদীরা গাজাকে ধ্বংস করেছে এবং এখন তারা বৈরুত, তেহরান ও ইয়েমেনে তাদের অপরাধ বিস্তৃত করেছে।
তিনি আরও বলেন, ইসরাইল একটি গুরুত্বপূর্ণ রেড লাইন অতিক্রম করেছে। ইরান নিঃসন্দেহে এই কুখ্যাত ও অপরাধী সরকারের প্রতি কোনো ধরনের সহনশীলতা ছাড়াই আইন ও ন্যায়বিচার বাস্তবায়ন করবে।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক আয়োজনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের উদ্যোগকে সমর্থন জানান।
ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে ইহুদিবাদী শাসকদের অপরাধ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোপ্রধান ইসমাইল হানিয়া ও তার এক দেহরক্ষীকে বুধবার ভোরে ইরানের রাজধানীতে তাদের বাসভবনে হত্যা করা হয়।