হামাসের সামরিক শাখার প্রধান নিহত, দাবি ইসরায়েলের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ। ছবি: সংগৃহীত
জুলায় মাসে গাজা উপত্যকায় একটি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।
গাজার হামাস-চালিত স্বাস্থ্য কর্তৃপক্ষ সেই সময়ে বলেছিল, বিমান হামলায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মৃতদের মধ্যে মোহাম্মদ দেইফ ছিল বলে অস্বীকার করেছে।
যদিও হামাসের পক্ষ্য থেকে এখনও দেইফের মৃত্যু সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। মোহাম্মদ দেইফ হামাস আন্দোলনের সামরিক শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগেডের প্রধান।