অবশেষে সম্পন্ন হলো অনন্ত আম্বানীর বিয়ে
ছবি: সংগৃহীত
অবশেষে সম্পন্ন হলো ভারতের ‘ধনকুবের’ মুকেশ আম্বানী-নীতা আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। প্রকাশ্যে এসেছে নববধূ ও বরের প্রথম ছবি। গলায় হীরার রানিহার ও চোকার। হাতে সাদা-লাল চুড়ায় সেজেছেন নববধূ রাধিকা। অপরদিকে কমলা শেরওয়ানির পরেছেন অনন্ত। তিনি যে পশুপ্রেমী, সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁদিকে একটি হাতির ব্রোচ পরেছেন আম্বানী-পুত্র। মাথায় পড়েছেন লাল পাগড়ি আর কপালে তিলক।
আম্বানী পূত্র অনন্ত এবং ‘অ্যাঙ্কর হেল্থকেয়ার’-এর সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে আগ্রহ চারপাশে।
নিউ ইয়র্ক থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন রাধিকা। এ ছাড়াও ধ্রুপদী নৃত্যশিল্পী তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাস থেকেই শুরু হয়েছিল অনন্ত-রাধিকার বিয়ের তোড়জোড়। প্রথমে জামনগরে আর পরে ইতালিতে বিলাসবহুল ক্রুজ ভাড়া করে আয়োজন করা হয় প্রাক্-বিবাহ অনুষ্ঠানের।