বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

চা ওয়ালা তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় ছটফট করছে কংগ্রেস : মোদি

ছবি: সংগৃহীত

একজন চা ওয়ালা কীভাবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা ভেবেই ছটফট করছে কংগ্রেস নেতারা। এমন এক উক্তি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত বুধবার (২৬ জুন) ওম বিড়লা দ্বিতীয় লোকসভার স্পিকার হওয়ার পর কংগ্রেসকে একহাত নেন মোদি। এসময় তিনি কংগ্রেস নেতাদের বক্তব্য ‘চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে আখ্যা দেন।

লাইভ হিন্দুস্থানের প্রতিবেদনের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছেন।

সেখানে বলা হয়, সোমবার সংসদে রাহুল গান্ধীর ভাষণের পরদিন এনডিএ সাংসদদের সংসদীয় রীতিনীতি, নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন মোদি। সেইসঙ্গে সংসদে কীভাবে আচরণ করতে হবে, কীভাবে কাজ করতে হবে, কী দায়িত্ব পালন করতে হবে, কীরকম মন্তব্য করতে হবে, সেসব বিষয়গুলো বর্ষীয়ান সদস্যদের থেকে শেখার পরামর্শও দেন তিনি।

এদিকে লোকসভায় ভাষণের আগে সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপি সাংসদদের পাশাপাশি এনডিএ জোটের অন্যান্য দলগুলোর আইনপ্রণেতারাও হাজির ছিলেন। আগে সংসদ অধিবেশনের সময় সংসদীয় দলের বৈঠকে শুধুমাত্র বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বার্তা দিতেন মোদি।

এবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেজন্য এনডিএ জোট শরিকদের সমর্থনে সরকার গড়েছেন মোদি।

বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ‘সাংসদের আচার-আচরণ নিয়ে আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে নিয়ম মেনে প্রত্যেক সাংসদকে নিজের লোকসভা এলাকার বিষয় তুলে ধরতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারদর্শিতা অর্জনের পরামর্শও দিয়েছেন তিনি। সেটা পানি হোক, পরিবেশ হোক বা সামাজিক ক্ষেত্র হোক। সেইসব ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করতে বলেছেন তিনি। ’

উল্লেখ্য, ভারতের ১৮তম লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোটের সংসদে শক্তি বেড়ে যাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে বেশ ভালোই টক্কর দিচ্ছে তারা।

Header Ad
Header Ad

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

ছবি: সংগৃহীত

প্রথম লেগে রোমাঞ্চকর লড়াইয়ের পর সেমিফাইনালের দ্বিতীয় লেগে তুলনামূলক কম উত্তেজনা দেখা গেল। তবে ফেরান তোরেসের গোলেই জয় নিশ্চিত করে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ড পৌঁছাল টানা ২১ ম্যাচে।

বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে সেমিফাইনাল জিতে তারা জায়গা করে নিয়েছে ফাইনালে, যেখানে আগামী ২৬ এপ্রিল তাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রের ফাইনালে দেখা যাবে ঐতিহ্যবাহী এল ক্লাসিকো।

 

ছবি: সংগৃহীত

প্রথমার্ধেই বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল উপহার দেন, তাদের সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে দেন। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে অ্যাটলেটিকো। পরিবর্তন আনলেও সফল হতে পারেনি তারা। গ্রিজমানের শট লক্ষ্যে থাকেনি, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের একদম শেষ মুহূর্তে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

শেষ পর্যন্ত বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে এবং এল ক্লাসিকো ফাইনালের জন্য প্রস্তুতি নেয়।

Header Ad
Header Ad

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র দেশটির বাজারে প্রবেশকারী বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্ত জানান। এতদিন বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল।

নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, যার মধ্যে ৭৩৪ কোটি ডলারই তৈরি পোশাক। নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণায় উল্লেখ করেন, বিভিন্ন দেশ মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রও এসব দেশের আমদানিকৃত পণ্যে শুল্ক বাড়াচ্ছে। নতুন শুল্ক হার অনুযায়ী, ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের ওপর ২৯ শতাংশ, চীনের ওপর ৩৪ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ ছাড়া, মিয়ানমার, লাওস ও কম্বোডিয়ার পণ্যের ওপর যথাক্রমে ৪৪, ৪৮ ও ৪৯ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

 

ছবি: সংগৃহীত

এদিকে, বিদেশি গাড়ি আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এই সিদ্ধান্তকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে অভিহিত করে বলেন, এটি দেশের শিল্পখাতের পুনর্জন্মের দিন। তার মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাণিজ্য বাধার সম্মুখীন হয়েছে এবং নতুন এই শুল্ক নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা হবে।

বাংলাদেশের জন্য এই শুল্ক বৃদ্ধির ফলে রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং নতুন রপ্তানি বাজারের সন্ধান করতে হবে।

Header Ad
Header Ad

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

সফরের অংশ হিসেবে ড. ইউনূস ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া, সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যাংকক সময় শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের নানা দিক ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী দুই বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ বিমসটেকের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে চলে আসবে এবং সংস্থার ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৪ এপ্রিল সম্মেলন শেষে ঢাকায় ফিরে আসবেন বলে জানা গেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে হচ্ছে ইউনূস-মোদির বৈঠক
সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী
দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে দুর্ঘটনা, নিহত ২
বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ভারতের ত্রিপুরার রাজপরিবার প্রধানের
বিএনপি কখনোই নির্বাচনের পরে সংস্কারের কথা বলেনি: মির্জা ফখরুল
বিরামপুরে জমি নিয়ে বিরোধ, চাঁদা দাবি ও হামলার ঘটনায় আটক ৫
হলিউডের জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার আর নেই
ময়মনসিংহে সিনেমা হলে যান্ত্রিক ত্রুটির জেরে দর্শকদের ভাঙচুর
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিক্রিয়া
মিয়ানমারের ভূমিকম্পে এক ইমামের ১৭০ স্বজনের মৃত্যু
ঈদের আনন্দে যমুনার দুর্গম চরে গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব, আনন্দে মেতে উঠে বিনোদনপ্রেমীরা!
ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, দেওয়া হলো ৯ লাখ টাকার সংবর্ধনা
লন্ডনে একসঙ্গে দেখা গেলো সাবেক চার আওয়ামী মন্ত্রীকে
ঢাকায় ফিরছে ঈদযাত্রীরা, অনেকে ছুটছেন শহরের বাইরে