অলিম্পিকে আসা অতিথিদের রান্না ও খাবার পরিবেশন করবে রোবট
করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে চীন কঠোর নীতি অবলম্বন করে আসছে শুরু থেকেই। মহামারির মধ্যেই দেশটিতে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিকের আসর। বিভিন্ন দেশ থেকে ক্রীড়াবিদ ও সাংবাদিকেরা আসছেন দেশটিতে। ক্রীড়াবিদ ও অলিম্পিকের খবর সংগ্রহে আসা সাংবাদিক বা অতিথিদের কাছে খাবার পৌঁছানোর জন্য আধুনিক প্রযুক্তির রোবটের ব্যবস্থা করা হয়েছে। আর রয়েছে রোবট রাঁধুনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অলিম্পিকের আসর ঘিরে কড়া পুলিশি নিরাপত্তাব্যবস্থা, নিয়মিত করোনা পরীক্ষা ছাড়াও রোবট রাঁধুনির ব্যবস্থা করেছে দেশটি।
মার্কিন গণমাধ্যম এনপিআরের এক প্রতিবেদনে বলা হয়, বেইজিং অলিম্পিকে দেখা যাবে রোবটের সমারোহ। বিশেষ করে খাবার সরবরাহ এলাকা ঘিরে রোবটের আধিপত্য দেখা যাবে সবচেয়ে বেশি। খাবার এলাকাটি ঘিরে ইতিমধ্যে তৈরি করা হয়েছে ‘ক্লোজড লুপ’ বা বিশেষ একটি ঘেরা এলাকা। কেবল এখান থেকেই খাবার পরিবেশন করা হবে।
খাবার পরিবেশনের জন্য কোনো কর্মী থাকছে না। দূরনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে রোবট দিয়ে খাবার ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে। যেখানে ক্রীড়াবিদ বা সাংবাদিকেরা খেতে বসবেন, সেখানে কাচে ঘেরা আলাদা টেবিল ঠিক করা আছে। সেখানে বসলে ওপর থেকে একটি রোবট নেমে আসবে। সে রোবটের মধ্যে বসানো থাকবে খাবার।
সেখান থেকে খাবার নামিয়ে নিলে রোবটটি আবার তার আগের স্থানে ফিরে যাবে।
এনপিআর জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া উইন্টার অলিম্পিক ২০২২ উপলক্ষে প্রায় ১৩ হাজার আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সাংবাদিক চীনে যাচ্ছেন। চীন ইতিমধ্যে তাদের জন্য নির্দিষ্ট বেড়াঘেরা এলাকা তৈরি করেছে, যেখানে তাদের থাকা বা আরামের সব ব্যবস্থা রাখা হয়েছে। করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতেই নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। তারই অংশ হিসেবে রোবট রাঁধুনি ও সরবরাহকারী দেখা যাবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, লুপের ভেতরে এবার আর চীনের প্রচলিত পদ্ধতিতে খাবার পরিবেশন করা হবে না। প্রেস সেন্টার এলাকায় খাবার রান্না করা ও সরবরাহ করার দায়িত্ব রোবটের। এসব রোবট নুডলস থেকে শুরু করে স্যান্ডউইচ, হ্যাম বার্গারের মতো সবকিছুই তৈরি করতে পারে। এরপর সেই প্রস্তুত করা খাবার টেবিল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যও রোবটের ব্যবস্থা করা হয়েছে।
এনপিআর আরও জানিয়েছে, আয়োজকেরা কফি শপ ও স্যালনের ব্যবস্থাও রেখেছে সেখানে। তবে সেগুলোতে রোবটের ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি।
কেএফ/