মোদিকে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত
টানা তৃতীয়বারের মত নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মন্ত্রণালয়ের ভাগাভাগি নিয়ে আবারও আলোচনায় বসছে।
শুক্রবার (৭ জুন) নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদির হাতে মনোনয়নপত্র তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রবিবার (৯ জুন) সন্ধ্যায় শপথ নেবে মোদি ও তার নেতৃত্বাধীন সরকার। এর আগে এনডিএ জোটের বৈঠকে জোটের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় মোদিকে। পরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দেয় এনডিএ।
নরেন্দ্র মোদি বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন এবং সে অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছেন।
এদিকে, মোদীর শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ফের বৈঠকে বসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এবারের বৈঠকের আলোচ্য বিষয় মন্ত্রণালয় ভাগাভাগি। জোটের শরিকদের কোন কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা ঠিক করা হবে। যদিও এ বিষয়ে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।
এর আগে টানা দুই মেয়াদ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করেন মোদি। প্রথমবারের মতো মোদি আঞ্চলিক দলগুলোর সহায়তা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন।