বুধবার, ১ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সব আসনের চূড়ান্ত ফল ঘোষণা: কোন দল কয়টিতে জয় পেল?

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের সবগুলোর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। পাশাপাশি দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ৯৯টি আসনে জয় পেয়েছে।

অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২৯টি, দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পেয়েছে।

অন্যদিকে, পাঁচটি আসন পেয়েছে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)। আর চারটি করে আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট), সিপিআই (এম), ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। এ ছাড়া আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) তিনটি করে আসন পেয়েছে।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট-লেনিনিস্ট), (লিবারেশন)-সিপিআই (এমএল) (এল), রাষ্ট্রীয় লোক দল (আরএলডি), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), জনতা দল-জেডি (এস), জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), জনসেনা পার্টি (জেএনপি) ও ভিসিকে দুটি করে আসনে জয় পেয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি দল একটি করে আসনে জয় পেয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন সাতজন।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর তথ্যমতে, ঘোষিত ফল অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৮৬টি। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসনসংখ্যা ২০২টি।

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সে ক্ষেত্রে এনডিএ জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে। অন্যদিকে, গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৭২ আসন। সে ক্ষেত্রে বিজেপি তার জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারবে। তবে জোটসঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী শিবিরে গেলে চিত্র ভিন্ন হতে পারে।

Header Ad
Header Ad

বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত ছাড়িয়েছে এক লাখ

ছবি: সংগৃহীত

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৫৭৫ জন প্রাণ হারিয়েছেন এবং মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৪০ জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল (৩১ ডিসেম্বর) ডেঙ্গুতে দুইজন মারা গেছেন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনাক্ত রোগীদের মধ্যে পুরুষ ছিলেন বেশি—৬৩ দশমিক ১ শতাংশ (৬৩,৮৮৬ জন), আর নারী ছিলেন ৩৬ দশমিক ৯ শতাংশ (৩৭,৩২৮ জন)। তবে মৃত্যুর হারে নারীরা সামান্য এগিয়ে—মোট মৃত্যু ৫৭৫ জনের মধ্যে নারী ৫১ দশমিক ১ শতাংশ (২৯৪ জন) এবং পুরুষ ৪৮ দশমিক ৯ শতাংশ (২৮১ জন)।

২১-২৫ বছর বয়সী তরুণরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন (১৫,১১০ জন), যার মধ্যে পুরুষ ১০,২৮৪ জন। এছাড়া ২৬-৩০ বছর বয়সে ১৪,০৬৩ জন এবং ১৬-২০ বছর বয়সে ১৩,১৩৫ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (২১,২৫৪ জন)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের অঞ্চল (১৮,৭৪১ জন) এবং তৃতীয় অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (১৭,৮৭৯ জন)।

মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (২৩৯ জন)। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন (১০৪ জন) এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকা (৫১ জন)। তবে সিলেট বিভাগে কোনো মৃত্যু হয়নি।

২০২৪ সালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে অক্টোবর মাসে (৩০,৮৭৯ জন)। মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি নভেম্বর মাসে (১৭৩ জন)।

ডেঙ্গু সংক্রমণের মাসভিত্তিক শনাক্ত এবং মৃত্যু:

- জানুয়ারি: শনাক্ত ১,০৫৫; মৃত্যু ১৬
- ফেব্রুয়ারি: শনাক্ত ৩৩৯; মৃত্যু ৫
- মার্চ: শনাক্ত ৩১১; মৃত্যু ৬
- এপ্রিল: শনাক্ত ৫০৪; মৃত্যু ২
- মে: শনাক্ত ৬৪৪; মৃত্যু ১২
- জুন: শনাক্ত ৭৯৮; মৃত্যু ৮
- জুলাই: শনাক্ত ২,৬৬৯; মৃত্যু ১৪
- আগস্ট: শনাক্ত ৬,৫২১; মৃত্যু ৩০
- সেপ্টেম্বর: শনাক্ত ১৮,০৯৭; মৃত্যু ৮৭
- অক্টোবর: শনাক্ত ৩০,৮৭৯; মৃত্যু ১৩৫
- নভেম্বর: শনাক্ত ২৯,৬৫২; মৃত্যু ১৭৩
- ডিসেম্বর: শনাক্ত ৯,৭৪৫; মৃত্যু ৮৭

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বাড়ানো ও কার্যকর ব্যবস্থাপনা গ্রহণ করা জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

Header Ad
Header Ad

নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রয়োজনেই নতুন রাজনৈতিক দলের উত্থান স্বাভাবিক। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপি সবসময় গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়।

বুধবার (১ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই বহু দল ও মতের চর্চাকে সমর্থন করে আসছে। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ বা বর্জন করবে, তা নির্বাচনেই নির্ধারিত হবে। তবে কিছু গোষ্ঠী ভিন্ন উদ্দেশ্যে নির্বাচনের পরিবেশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিন। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে বলে আমাদের বিশ্বাস রাখতে হবে।”

তিনি আরও বলেন, “২০০৯ সাল থেকে এ পর্যন্ত সাড়ে তিন কোটি ভোটার ভোটার তালিকায় যুক্ত হয়েছে, কিন্তু তারা জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনেই ভোট দিতে পারেনি। এ নিয়ে তরুণ প্রজন্মের মনে প্রশ্ন রয়েছে।”

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং সতর্ক থাকুন। নিজেরা এমন কোনো কাজে যুক্ত হবেন না, যা অন্যদের অপপ্রচারের সুযোগ করে দেয়।”

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Header Ad
Header Ad

বিরামপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে ১লা জানুয়ারি বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এদিন বিকেল ৪টায় বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের আহবায়ক আমীর হামজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি'র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপি'র সদস্য ভিপি কমর সেলিম ও মহসিন আলী রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী প্রমূখ।

এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত ছাড়িয়েছে এক লাখ
নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: তারেক রহমান
বিরামপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নওগাঁ যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫
২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময়সূচি
দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী
ফেসবুক ব্লু ভেরিফায়েড ব্যাজ পেতে যা যা প্রয়োজন
বেক্সিমকোর ৩ কোম্পানিতে ২৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণা পেছানোর কারণ যা জানা গেল
নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রেমিট্যান্স আয়ে সপ্তম বাংলাদেশ, শীর্ষে ভারত
গাইড বই কোম্পানি সাথে ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন
১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা
চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: বিসিবি সভাপতি
দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ  
‘আজ বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি’  
৪৩তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে প্রতিবাদ, প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি
ওমরাহ পালন করছেন অহনা রহমান, জানালেন নতুন বছরের শুভেচ্ছা
এবার দক্ষিণ কোরিয়ায় বর্ষবরণে কোনো উদযাপন হয়নি  
২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আ.লীগ নেতাদের বিচারের বছর: চিফ প্রসিকিউটর