ভারতে বাড়ছে গোমূত্র বিক্রি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতা
ছবি: সংগৃহীত
ভারতে কয়েক বছর ধরে গোমূত্র পান, গোবর দিয়ে খাদ্যসামগ্রী ও গোমূত্র বিক্রি হচ্ছে। যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাজার থেকে শুরু করে অনলাইন সবত্রই চলছে ক্রয়-বিক্রয়। তবে সম্প্রতি ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় গোমূত্র ক্রয়-বিক্রয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে।
ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ফুড সেফটি অ্যান্ড স্ট্র্যান্ডর্ডাস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) নাকি গোমূত্র বোতলজাত করে বাজারে বিক্রি করার লাইসেন্স দিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়। এরপর সরকারি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই পোস্টটি আসলে ভুয়া। গোমূত্র সংক্রান্ত কোনও পন্যের লাইসেন্স দেয়নি এফএসএসএআই।
An image circulating on WhatsApp claims that FSSAI (Food Safety & Standards Authority of India) marked cow urine is being bottled and sold in the marketPIBFactCheck
— PIB Fact Check (PIBFactCheck) May 19, 2024
This claim is fake!
fssaiindia has not issued any license for this product pic.twitter.com/qiGnuWxksU
প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) ফ্যাক্ট চেক অনুসারে, এফএসএসএআই এই গোমূত্রের জন্য কোনও লাইসেন্স জারি করেনি। স্বাস্থ্যমন্ত্রনালয়ের অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্র্যান্ডর্ডাস অর্গানাইজেশনের লোগো দেওয়া ওই গোমূত্রের বোতল কিনছেও অনেকে। এই ধরনের বোতল বিক্রিতে সতর্কতা জারি করছে স্বাস্থ্যমন্ত্রণালয়। হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্বাস্থ্যমন্ত্রণালয় পোস্ট করে জানিয়েছে- “সাবধান! কিছু হোয়াটসঅ্যাপ এবং ডিজিটাল মিডিয়া চ্যানেলগুলিতে এটি প্রচারিত হয়েছে। এটি নকল! লাইসেন্স নম্বরটি এফএসএসএআই দ্বারা দেওয়া হয়নি।’
প্রসঙ্গত, ২০২১ সালে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন গোমূত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বলেছিল, জনস্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত এই জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে এই সংস্কৃতির সঙ্গে মোকাবিলা করার জন্য গণসচেতনতা তৈরি করা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া