মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পাপুয়া নিউ গিনিতে ভূমিধস: জীবিত সমাহিত দুই হাজারেরও বেশি মানুষ

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনির এনগা প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে গত শুক্রবার ভয়াবহ ভূমিধসের পরে দুই হাজারেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়ে জীবিত সমাহিত হয়েছেন বলে অনুমান করেছে কতৃপক্ষ।

সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের একটি প্রত্যন্ত গ্রামে প্রবল ভূমিধসে ২ হাজারেরও বেশি লোক চাপা পড়েছে বলে পাপুয়া নিউ গিনি সোমবার জাতিসংঘকে অবহিত করেছে। মূলত একটি চিঠিতে দেশটি জাতিসংঘকে এই তথ্য জানায় এবং সেই চিঠির একটি অনুলিপি এএফপির হাতে এসেছে।

পাপুয়া নিউ গিনির জাতীয় দুর্যোগ কেন্দ্র রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত জাতিসংঘের অফিসকে বলেছে, ‘ভূমিধসে ২ হাজারেরও বেশি লোক জীবিত সমাহিত হয়েছে এবং এই ভূমিধস বড় ধরনের ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে।’

গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাপুয়া নিউ গিনির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টিরও বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাওকালাম নামের একটি গ্রাম।

কাওকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় এই ভূমিধস ঘটেছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি।

দুর্যোগ অফিস বলেছে, ভূমিধসের ফলে ভবন, খাবারের গাছের বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনৈতিক লাইফলাইনে বড় ধরনের প্রভাব পড়েছে।

সোমবার সকালে জাতিসংঘের কর্মকর্তারা এই চিঠিটি পেয়েছেন। সেখানে আরও বলা হয়েছে, পোরগেরা মাইনে যাওয়ার প্রধান মহাসড়কটি ‘সম্পূর্ণভাবে অবরুদ্ধ’।

এতে বলা হয়েছে, ‘পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়ে গেছে। কারণ ল্যান্ডস্লিপটি ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে, আর এটি উদ্ধারকারী দল এবং বেঁচে থাকা বাসিন্দা উভয়ের জন্যই বিপজ্জনক।’

Header Ad
Header Ad

উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

ভারতের বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে আইনে পরিণত হয়েছে। মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতার মধ্যেই বিলটি কার্যকর হওয়ায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মুসলিমদের ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ এনে হাজার হাজার মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছেন।

রোববার (৭ এপ্রিল) মনিপুরের থৈবাল জেলার লিলং এলাকায় পাঁচ হাজারের বেশি মানুষ জাতীয় সড়কে অবস্থান নেন। সন্ধ্যায় বিক্ষোভকারীরা বিজেপির সংখ্যালঘু মোর্চার মনিপুর শাখার সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন দেন। ওয়াকফ সংশোধনী আইনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তার বাড়িতে হামলা চালানো হয়।

এই ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশে অংশ নেওয়া সমাজকর্মী সাকির আহমেদ বলেন, “ওয়াকফ সংশোধনী বিল সংবিধানের নীতির পরিপন্থি এবং মুসলিম সম্প্রদায়ের কাছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।”

শনিবার আইন মন্ত্রণালয়ের নোটিশে জানানো হয়, রাষ্ট্রপতি ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ এবং মুসলমান ওয়াকফ (রহিতকরণ) বিল ২০২৫-এ সম্মতি দিয়েছেন। এর মধ্য দিয়ে দুটি বিলই আইনে পরিণত হয়। এর আগে লোকসভায় বিলটি পাস হয় ২৮৮-২৩২ ভোটে এবং রাজ্যসভায় ১২৮-৯৫ ভোটে।

বিলের প্রতিবাদে উত্তর প্রদেশের মুজফফরনগরে শুক্রবার নামাজে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ পরে মৌন প্রতিবাদ জানান। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ৩০০ মুসল্লিকে শনাক্ত করে এবং থানায় হাজিরার নোটিশ পাঠায়।

লোকসভায় বিল উত্থাপন করেন কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তীব্র প্রতিক্রিয়ায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন, “এই বিল সংবিধানের মৌলিক কাঠামোর ওপর আঘাত। এটি সংখ্যালঘুদের মর্যাদা ক্ষুণ্ণ করবে ও সমাজে বিভাজন সৃষ্টি করবে।”

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করে বলেন, “এটি প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখবে।”

এদিকে, বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে একাধিক মামলা দায়ের হলেও ভারতের সুপ্রিমকোর্ট তা জরুরি ভিত্তিতে শুনতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামের এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়ি বিওপি'র সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত মো. তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা ছাবের আহসদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে গরু ও অন্যান্য পণ্য পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে মিয়ানমারে যান তৈয়ব। ফেরার পথে আরাকান আর্মির পুতে রাখা একটি স্থলমাইনে পা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, “ঘটনাটি শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”

Header Ad
Header Ad

মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের

সামসুন নাহার তাসলিম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার মা সামসুন নাহার তাসলিম। সোমবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের রিপোর্টার্স রুমের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মেয়ে তুরিন আফরোজ তাকে 'জামায়াত রুকন' অপবাদ দিয়ে উত্তরার বাসা থেকে উচ্ছেদ করেছেন।

তিনি বলেন, “জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমাকে জামায়াতের রুকন বলে অপপ্রচার চালিয়েছে। এতে করে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।”

সামসুন নাহার বলেন, “আমার স্বামী মারা যাওয়ার ১৮ দিন পর তুরিন আমাকে বাসা থেকে বের করে দেয়। আমার অপরাধ ছিল তার কিছু অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করা। ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেওয়া, বাড়িতে অপরিচিত লোকজনের আসা-যাওয়া নিয়ে প্রশ্ন তোলা ছিল তার মধ্যে অন্যতম।”

তিনি আরও বলেন, “ওর বাবা মারা যাওয়ার পর থেকে সে জোর করে বাসার ভাড়ার টাকা আদায় করে নেয়। আমি বাধা দিলে ডিজিএফআই, র্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম নিয়ে ভয় দেখাত এবং ৫৭ ধারায় গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকিও দিত।”

সংবাদ সম্মেলনে তুরিন আফরোজের মা নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখন নতুন সরকার এসেছে, আমি ড. ইউনূসের সরকারের কাছে আবেদন জানাই—আমার বাসা যেন আমাকে ফেরত দেওয়া হয়। আমি আমার দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকতে চাই না। এ দেশ আমার জন্মস্থান, আমার ৫০ বছরের সংসার এখানে। আমি এখানেই থাকতে চাই।”

এই বিষয়ে তুরিন আফরোজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের
ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক
বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
ফরিদপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত, আহত অন্তত ৩০
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল
ফেসবুকে লুটের মাল বিক্রির পোস্ট, সিলেটে ১৪ জন আটক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন
স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী