পাকিস্তানের নির্বাচনে জয়ী হয়েও কারচুপির অভিযোগে আসন ছেড়ে দিলেন প্রার্থী
ছবি: সংগৃহীত
গত সপ্তাহে বাণিজ্যিক কেন্দ্র করাচির প্রাদেশিক নির্বাচনে জয়ী পাকিস্তানের একজন প্রবীণ রাজনীতিবিদ তার পক্ষে ভোট কারচুপি হয়েছে উল্লেখ করে তার আসন ছেড়ে দিয়েছেন।
পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করতে ভোটে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তত্ত্বাবধায়ক সরকার এবং পাকিস্তানের নির্বাচন কমিশন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সুনির্দিষ্ট অভিযোগ তদন্তের জন্য দেশের আইন ও পদ্ধতি রয়েছে।
খবর অনুসারে, করাচির ১২৯ আসনে ২৬ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইসলামপন্থী জামায়াতে ইসলামীর দলের হাফিজ নাঈম উর রেহমান। তবে রেহমান বলেছেন, তিনি জানতে পেরেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারির ভোট ৩১ হাজার থেকে কমে ১১ হাজারে নামানো হয়েছে।
রেহমান বুধবার রয়টার্সকে বলেন, জনমতকে সম্মান করা উচিত, বিজয়ীকে বিজয়ী দিন, পরাজিতকে হারতে দিন। কারও বাড়তি কিছু পাওয়া উচিত নয়। আমি এটা মেনে নেব না, বিজয়ীকে বিজয় দিতে হবে।
এ বিষয়ে মন্তব্যের জন্য সাইফ বারির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলেছে, জবাব দিতে তাদের সময় প্রয়োজন। নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সূত্র: এনডিটিভি