আসামে মন্দিরে প্রবেশে রাহুল গান্ধীকে বাধা
ছবি: সংগৃহীত
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বর্তমানে ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’ কর্মসূচিতে মাঠে রয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম সফরে এসেছিলেন। এসময় আসামের কর্মকর্তারা তাকে একটি মন্দিরে প্রবেশে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন।
রাহুল গান্ধীর অভিযোগ, তিনি আসামের বটদ্রাব সাতরা মন্দিরে যেতে চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তাকে প্রবেশ করতে দিচ্ছে না।
কংগ্রেস নেতা বলেন, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে মন্দিরে যেতে বাধা দেওয়া হচ্ছে কেন? আমরা কোনো সমস্যা তৈরি করতে চাই না, আমরা শুধু মন্দিরে প্রার্থনা করতে চাই।
এদিকে গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও পরিচালন কমিটির নিষেধের পরিপ্রেক্ষিতে সোমবার নগাও জেলার বটদ্রবায় পঞ্চদশ শতকের অসমীয়া সাধক ও সমাজ সংস্কারক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান ও মঠে রাহুল গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে।
রোববারেও আসামে রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’য় হামলার অভিযোগ ওঠে। আসাম পুলিশের মহানির্দেশক জি পি সিংকে অভিযোগ নথিবদ্ধ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মধ্য আসামের বটদ্রবায় শ্রীমন্ত শঙ্করদেবের সত্র (জন্মস্থান ও মঠ) পরিদর্শনে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা ও পরিচালন কমিটির নিষেধের পর বিষয়টি নিয়ে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্ব নিষেধ অমান্য করে বটদ্রবার উদ্দেশে রওনা দিলে হাইবরাগাঁও নামের এক জায়গায় তাদের থামানো হয়। মঠ, মন্দিরসংলগ্ন এলাকাসহ গোটা অঞ্চল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।