চুরির ভিডিও ভাইরাল, পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি
গোলরিজ ঘাহরামান। ছবি: সংগৃহীত
চুরির অভিযোগ ওঠার পর নিউজিল্যান্ডের এক নারী সংসদ সদস্য (এমপি) পদত্যাগ করেছেন। ওই সংসদ সদস্যের নাম গোলরিজ ঘাহরামান। তিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের গ্রিন পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগের তদন্ত করছে পুলিশ। এর মধ্যে একটি দোকান থেকে ব্যাগ চুরির ভিডিও ভাইরাল হলে তিনি পদত্যাগ করেন।
অকল্যান্ডের একটি বুটিক থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে তিনি পদত্যাগ করেন। পুলিশ অবশ্য অভিযোগগুলো তদন্ত করছে। গোলরিজ ঘাহরামান বলেন, কাজের চাপ থেকে তিনি এটি করেছেন, যা তার চরিত্রের সম্পূর্ণ বাইরে। তিনি বলেন, আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।
গোলরিজ ঘাহরামান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক আইনজীবী। ২০১৭ সালে নিউজিল্যান্ড সরকারে শপথ নেওয়া প্রথম শরণার্থী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। শৈশবেই গোলরিজ পরিবারের সঙ্গে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে চলে আসেন। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান।
এক বিবৃতিতে গোলরিজ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণ যে উঁচু মানের আচরণ আশা করে, তার আচরণ সেই প্রত্যাশার বিপরীত। গোলরিজ বলেন, এটি কোনো আচরণ নয়, যা আমি ব্যাখ্যা করতে পারি। কারণ এটি কোনোভাবেই যুক্তিসংগত নয় এবং চিকিৎসকের মূল্যায়নের পর আমি বুঝতে পারছি যে, আমি ভালো নেই। তিনি নিজের এ ধরনের কাজের জন্য কোনো অজুহাতও দিতে চান না বলে তিনি উল্লেখ করেন।
গ্রিন পার্টির আরেক নেতা মারামা ডেভিডসন বলেন, গোলরিজ পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে তিনি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। তার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।