আইসল্যান্ডে শহরে ঢুকে পড়েছে আগ্নেয়গিরির লাভা, পুড়ছে ঘরবাড়ি
আইসল্যান্ডে শহরে ঢুকে পড়েছে আগ্নেয়গিরির লাভা। ছবি: সংগৃহীত
আইসল্যান্ডে দ্বিতীয়বার জেগে উঠেছে আগ্নেয়গিরি। রোববার (১৪ জানুয়ারি) সকালে রেকেনেস অঞ্চলে এ আগ্নেয়গিরিটি জেগে ওঠে। এর ফলে শহরের লোকালয়ে আগ্নেয়গিরির লাভা প্রবেশ করেছে। এতে কয়েকটি বাড়িঘরে আগুন ধরে গেছে।
সোমবার (১৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার ভোররাতে রেকেনেস অঞ্চলে কাছাকাছি দুটি আগ্নেয়গিরিতে ফাটল সৃষ্টি হয়। এ ফাটল থেকে বেরিয়ে আসা লাভা গ্রিনদাভিকে ঢুকে পড়েছে। ফলে শহরের প্রায় চার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
লাভার আগুনে শহরটির কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে। বিবিসির সম্প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, লাভার আগুনে একটি বাড়িতে আগুন লেগে গেছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আইসল্যান্ডের ওই শহরটিতে কয়েকদিনের মধ্যে শতাধিক ভূমিকম্প হয়েছে। এরফলে আগ্নেয়গিরি জেগে উঠেছে। মাসখানেক আগেও ওই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছিল। রোববার পুনরায় সেটি সক্রিয় হয়ে ওঠে।
আইসল্যান্ডের শহর গ্রিনদাভিকে প্রায় তিন হাজার ৮০০ মানুষ বসবাস করেন। অগ্নুৎপাতের ঘটনায় তাদের সকলকে সরিয়ে নেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে শহরটিতে ভূমিকম্প হয়েছিল। ওই সময়েও শহরটির সব নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ডিসেম্বরে তারা বাড়িতে ফেরেন। এবার শহরে লাভা ঢুকে পড়ায় তাদের বাড়িতে ফেরা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে।
দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্নুৎপাত বন্ধ না হওয়া পর্যন্ত সেখানকার পরিস্থিতি বুঝা সম্ভব নয়। আইসল্যান্ডের প্রেসিডেন্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই পরিমাপ করা সম্ভব নয়।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৭টা ৫৭ মিনিটে আগ্নেয়গিরি থেকে প্রথম অগ্নুৎপাত হয়। আইসল্যান্ডের রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। এতে করে গোটা শহরজুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।