ছবি তুলতে নিষেধ করায় অভিমানে তরুণীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত
নতুন বছর শুরুর আগে মেয়েকে ছবি তুলতে নিষেধ করেন তার মা-বাবা। আর এতেই অভিমান ও ক্ষোভে আত্মহত্যা করেন ২১ বছর বয়সী ঐ তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বেঙ্গালুরুর সুদামানগরের বাসিন্দা ওই তরুণী বিবিএ’র শিক্ষার্থী ছিলেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সকালে তাকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী কিছুদিন আগেই ফটোগ্রাফিতে একটি কোর্স সম্পন্ন করেন। তাই নতুন বছর শুরুর আগে সে কিছু ছবি তুলতে রাতের বেলায় বেঙ্গালুুরুর কিছু জনবহুল জায়গায় যেতে চান। এর জন্য মা-বাবার অনুমতি চাইলে তারা ওই তরুণীকে অনুমতি দেননি। তারপরই সে ক্ষোভ ও অভিমানে আত্মহত্যার পথ বেঁছে নেন। রোববার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সুইসাইড নোটে তরুণী তার মৃত্যুর জন্য তার পরিবারকে দায়ী করেছেন।
জানা গেছে, ছবি তুলতে অনুমতি না দিলে মা-বাবার সাথে চিৎকার শুরু করেন ওই তরুণী। কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের ঘরে ঢুকে যায় ২১ বছর বয়সী ওই মেয়ে। পরে রোববার সকালে ওই তরুণীর ঘরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান মা-বাবা।পরে পুলিশকে ফোন করলে পুলিশ এসে মৃত অবস্থায় উদ্ধার করে তাকে।