৮০টি বাজপাখির জন্য বিমানের টিকিট কেটেছিলেন সৌদি যুবরাজ
ছবি সংগৃহীত
সৌদি যুবরাজের বিলাসিতা অনেকের কাছেই অতিরঞ্জিত মনে হতে পারে। তবে কথা আছে টাকা থাকলে কি-না করা যায়। ঘটনাটি ২০১৭ সালের হলেও নতুন করে এটি আলোচনায় এসেছে। সৌদির এক যুবরাজ তার ৮০টি বাজপাখির প্রত্যেকের জন্য ৮০টি বিমানের টিকিট কিনেছিলেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
বিমানের পাইলটের কাছ থেকে ছবিটি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রেডিট লেনসো নামে এক ব্যক্তি। রেডিটে লেনসো ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছে। সৌদি প্রিন্স তার ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।’
বিস্ময়কর ঘটনাটি ২০১৭ সালে ঘটেছিল বলে সিএন ট্রাভেলারে এক প্রতিবেদনে বলা হয়েছে। পাখিগুলো যাতে আরামে এবং নিরাপদে বিদেশভ্রমণ করতে পারে সে জন্য বিমানের ৮০টি টিকিট সংরক্ষণ করেছিলেন সৌদির ওই রাজপুত্র। পুরানো ওই ছবিতে দেখা গেছে, বাজপাখিগুলো বিমানের সিটে বসে আছে। প্রত্যেকেরই মাথায় ‘হুড’ এবং পায়ে আংটা পড়ানো।
ঘটনাটি অদ্ভুত বলে মনে হতে পারে কিন্তু সিএন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে প্লেনে করে বাজপাখি পরিবহন অস্বাভাবিক ঘটনা নয়।
রাজপরিবারের সদস্যরা কয়েক প্রজাতির বাজপাখি পোষ মানায়। শিকারি এই পাখিদের খেলা আরব উপদ্বীপে হাজারো বছরের পুরোনো ঐতিহ্য। খেলা এতই জনপ্রিয় এবং মূল্যবান যে, বাজপাখিদের নিজস্ব পাসপোর্টও আছে। ফলে মালিকের সঙ্গে বাজপাখিগুলো সীমান্ত অতিক্রম করতে পারে। বাজপাখিকে পোষ মানিয়ে তাদের দিয়ে তিতির, খরগোশ শিকার করানোর এবং রেওয়াজ রয়েছ।
কাতার এয়ারওয়েজ গ্রাহক প্রতি সর্বোচ্চ ছয়টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়। তবে গিজমোদোর খবরে বলা হয়, ইত্তেহাদ এয়ারওয়েজ মূল কেবিনে বা চেকড ব্যাগেজ হিসেবেও বাজপাখি নিতে দেয়। সূত্র: এনডিটিভি