নারীদের আরও সন্তান নিতে আহ্বান জানিয়ে কাঁদলেন কিম জং উন
ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ায় জন্মহার আশঙ্কানজক হারে কমে যাওয়ায় আরও সন্তান নিতে আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন নেতা কিম জং উন। এ নিয়ে এক বক্তব্য দেয়ার সময় বেশ আবেগতাড়িত হয়ে পড়েন কিম। তাকে চোখ মুছতেও দেখা গেছে।
রোববার (৩ নভেম্বর) এ আহ্বান দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। বক্তব্যে তিনি বলেন, শুধু ঘরের কাজ নয়, শিশুদের জন্মহার হ্রাস রোধ করা এবং তাদের সঠিক যত্ন নেয়া আমাদের সকলের দায়িত্ব। জাতীয় ক্ষমতা ঠিক রাখতে মায়েদের ভূমিকার প্রশংসা করেন কিম।
পার্টি বা অন্যান্য কাজের সময় তিনি মায়ের কথা ভাবেন বলেও জানান দক্ষিণ কোরিয়ার এই সর্বোচ্চ নেতা।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের হিসেব অনুযায়ী, ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় জন্মহার ছিল ১ দশমিক ৮ শতাংশ। যা গত কয়েক দশকের চেয়ে অনেক কম। তবে দেশটির পার্শ্ববর্তী দেশগুলোতে জন্মহার তুলনামূলক বেশি। তবে সেটিও এখন নিম্নগামী।