প্রেমের টানে করাচি থেকে ভারতে পাকিস্তানি তরুণী
ছবি: সংগৃহীত
পার্ক সার্কাসের খান পরিবারে এখন সাজো সাজো রব। সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমের টানে চলে এসেছেন হবু পুত্রবধূ। তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের আবহ৷
মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন পাকিস্তানি তরুণী জাওয়ারিয়া খানম৷ হবু জীবনসঙ্গিনীর জন্য অপেক্ষা করছিলেন শামীর৷ জাওয়ারিয়াকে ভারতে স্বাগত জানানো হয় ঢোলবাদ্যের সঙ্গে৷
গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব ৷ শামীরের পরিবারের অনেকেই পাকিস্তানে আছেন৷ মায়ের ফোনে তিনি প্রথম জাওয়ারিয়ার ছবি দেখেন৷ তখনই ঠিক করেন বিয়ে করলে এই তরুণীকেই করবেন৷ জার্মানিতে দীর্ঘ দিন পড়াশোনা করেছেন শামীর৷ বছর দুয়েক আগে দুবাইয়ে তিনি দেখা করেন জাওয়ারিয়ার সঙ্গে৷ সেটাই তাঁদের প্রথম সাক্ষাৎ৷ এ ছাড়া পাঁচ বছরের প্রেমপর্বে মুখোমুখি দেখা আর হয়নি৷ যোগাযোগের মাধ্যম বলতে ছিল ফোনে কথা, ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়া৷
শামীর জানান, বছর দুয়েক আগে শেষ বার দুবাইয়ে জাওয়ারিয়ার সঙ্গে শেষ দেখা হয়েছিল। পাঁচ বছরের সম্পর্ক। তবে মুখোমুখি দু’জনের দেখা হয়েছিল ওই একবারই। বাকি সময়ে ভিডিওকলই ভরসা। কোভিডের কারণে সে সময়ে দু’দেশের সরকার ভিসা দিতে চায়নি। ফলে তাদের বিয়ে আটকে যায়। কিন্তু তারা যে বিয়ে করবেনই, সে বিষয়ে স্থির সিদ্ধান্ত ততদিনে নিয়ে ফেলেছিলেন।