পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিক হত্যার ঘটনায় গ্রেফতার ১২০
পাকিস্তানে শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অন্তত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এএফপি জানায়।
ধর্ম অবমাননার আভিযোগে প্রিয়ান্থা কুমারা নামে শ্রীলঙ্কান ওই নাগরিককে হত্যা করা হয়। গত শুক্রবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরবর্তী শিয়ালকোট শহরে এ ঘটনা ঘটে। তিনি সাত বছর ধরে শিল্প-প্রকৌশল প্রতিষ্ঠান রাজকো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক ছিলেন।
দেশটির পুলিশের মুখপাত্র খুররম শেহজাদ বলেন, এখন পর্যন্ত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত ব্যক্তিও আছেন। অভিযান এখনও চলছে।
প্রকাশ্যে ঘটা এ হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনাকে 'পাকিস্তানের জন্য লজ্জার দিন' বলে অভিহিত করেছেন।
কেএফ/