গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলের ঋণ বেড়েছে ৮০০ কোটি ডলার
ইসরায়েলের ঋণ বেড়েছে ৮০০ কোটি ডলার। ছবি: সংগৃহীত
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের ঋণের বোঝা লাগামহীন ঘোড়ার ন্যায় লাফিয়ে বেড়েই চলেছে। যুদ্ধের এক মাসের মাথায় দেশটির ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার কোটি শেকেলস বা ৭৮০ কোটি মার্কিন ডলার।
গত সোমবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়। খবর রয়টার্স। এই ঋণের অর্ধেকেরও বেশি আন্তর্জাতিক বাজার থেকে ও স্থানীয় বাজারে সাপ্তাহিক বন্ড নিলামের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছিল ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা। এর ফলে সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী ব্যবসাপ্রতিষ্ঠান এবং হামাসের হাতে ক্ষতিগ্রস্ত ও জিম্মিদের পরিবারগুলোকে মোটা অংকের ক্ষতিপূরণ দিতে হয়েছে তেল আবিবকে।
এছাড়া হামাসের হামলার পর ব্যাপক হারে কর আদায় কমেছে ইসরায়েলের। সব মিলিয়ে গত অক্টোবরে ইসরায়েলের বাজেট ঘাটতি দাঁড়ায় রেকর্ড ২ হাজার ২৯০ কোটি শেকেল, যেখানে এক মাস আগেও (সেপ্টেম্বর) এর পরিমাণ ছিল মাত্র ৪৬০ কোটি শেকেল।
ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় বলেছে, যুদ্ধের কারণে উদ্ভূত চাহিদাসহ অভ্যন্তরীণ অর্থনৈতিক ও বেসামরিক সহায়তা কার্যক্রমে সরকারকে অর্থায়ন অব্যাহত রাখবে তারা।
তবে অর্থনীতিবিদদের বিশ্বাস, এসব কারণে ইসরায়েলের বাজেট ঘাটতি এবং জিডিপির সঙ্গে ঋণ অনুপাতের পার্থক্য ব্যাপকভাবে বেড়ে যাবে, যা ২০২৪ সালজুড়ে অব্যাহত থাকতে পারে।