বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জার্মান মন্ত্রীকে চুমু খাওয়ার চেষ্টা, বিতর্কিত ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

সমালোচনার মুখে পড়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীকে চুমু খাওয়ার চেষ্টায় ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন তিনি। গত সপ্তাহে বার্লিনে ইইউর সদস্য ও প্রার্থী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই ঘটনা ঘটেছে। সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রীরা একপর্যায়ে দলবদ্ধ ছবি তোলার জন্য এক জায়গায় জড়ো হচ্ছিলেন। সেখানে পাশাপাশি দাঁড়িয়েছিলেন ৪২ বছর বয়সী জার্মান মন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ৬৫ বছর বয়সী ক্রোয়েশিয়ার মন্ত্রী গর্ডান গ্রিলিক-রাডম্যান। ইতিমধ্যে, এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই শুরু হয় আলোচনা- সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, আনালেনাকে দেখে প্রথমে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন গর্ডান। এরপরেই তাকে চুমু খাওয়ার জন্য মুখ এগিয়ে দেন এ ক্রোয়েট নেতা। সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেন জার্মান মন্ত্রী, ফলে তার ঠোঁটের পরিবর্তে গালে চুমু খান গর্ডান গ্রিলিক-রাডম্যান। এতে কিছুটা বিব্রত হলেও হাসিমুখে পরিস্থিতি সামাল দেন আনালেনা। তবে ততক্ষণে পুরো ঘটনা ক্যামেরাবন্দি হয়ে গেছে।

ঘটনার প্রতিক্রিয়ায় গর্ডান গ্রিলিক-রাডম্যান বলেন, আমি জানি না কী সমস্যা ছিল! আমরা সবসময় একে অপরকে উষ্ণভাবে শুভেচ্ছা জানাই। এটি একজন সহকর্মীর কাছে উষ্ণ মানবিক শুভেচ্ছার বহিপ্রকাশ মাত্র।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর জার্মানি এবং ক্রোয়েশিয়া উভয় দেশেই তুমুল সমালোচনা শুরু হয়। জার্মান গণমাদ্ধম বিল্ড এটিকে একটি ‘চুমু-হামলা’ হিসেবে উল্লেখ করেছে। ক্রোয়েশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও পররাষ্ট্রমন্ত্রীর আচরণের নিন্দা করেছেন। অবশেষে, দেশে-বিদেশে তোপের মুখে শেষ পর্যন্ত গত শনিবার ক্ষমা চান ক্রোয়েট পররাষ্ট্রমন্ত্রী।

Header Ad

প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক

ছবি: সংগৃহীত

প্রেমের টানে সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন মুস্তোফা ফাইক নামে তুরস্কের এক যুবক। উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের তরুণী মল্লিকাকে বিয়েও করেছেন তিনি। সম্প্রতি তুরস্কের এই যুবকের শাহজাদপুরে আসার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) শাহজাদপুরের তরুণী মল্লিকা তার এ বিয়ের বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

মল্লিকা বলেন, ‘ইনস্ট্রাগ্রামে ৩ বছর আগে আমার সঙ্গে পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে আমাদের। এরপর ভালোবাসার টানে মুস্তোফা ফাইক আমার সঙ্গে দেখা করতে ছুটে আসেন এই মফস্বল পল্লীতে। এরপর দুই পরিবারের সম্মতিতে মুস্তোফা ফাইককে বিয়ে করি আমি।’

জানা যায়, মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে। ৩ বছর আগে ইনস্ট্রাগ্রামে তার ছবি পোস্ট করেন। সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় ভাবের আদান প্রদান। তারপর শুরু হয় প্রেম। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত ২ নভেম্বর বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। অবশেষে গত সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভিসা প্রসেসিং শেষ হলে তুরস্কে পাড়ি দিবেন এই নব দম্পতি।

মুস্তফা ফাইক বলেন, ‘বাংলাদেশে এসেছি প্রেমের টানে। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছি মল্লিকাকে। আমাকে বিয়ে করতে পেরে মল্লিকা আনন্দিত ও উৎফুল্ল। বাংলাদেশের মানুষের মন অনেক ভালো। সবাই আতিথিয়তায় আমি মুগ্ধ। এ দেশের প্রকৃতি অনেক সুন্দর।’

এ দিকে মল্লিকা তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে।

মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন।

অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে দলে দলে ভিড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে। এলাকার সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা।

Header Ad

প্রথম ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে মাঠে ফিরছেন শান্ত-মিরাজরা। গত কয়েক মাস ধরে কেবল টেস্ট ও টি-টোয়েন্টিই খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই দুই ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল যাচ্ছে তাই। ৮ মাস পর আবারো ফিরতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে।

আজ বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

কিছুদিন আগেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তাই মানসিকভাবে কিছুটা বিপর্যয়ে রয়েছে শান্ত বাহিনী। তবে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির শুরুটা জয় দিয়ে রাঙাতে চান টাইগাররা।

পরিসংখ্যানের দিক থেকে আফগান থেকে এগিয়ে রয়েছে টাইগাররা। এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৬ বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১০টিতে জয় পেয়েছে টাইগাররা। আর ৬টি জয় রশিদ খানদের।

পরিসংখ্যানে এগিয়ে থাকলেও এ সিরিজ জেতা সহজ হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ, টাইগার ব্যাটারদের টানা ব্যর্থতার পাশাপাশি দলে নেই সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া প্রতিটি ম্যাচেই বিশেষ ভূমিকা পালন করেছেন এই অলরাউন্ডার। ফলে দলের সেরাটা ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে কঠিন পরীক্ষা দিতে শান্ত-মিরাজদের। এ ছাড়াও জ্বরের কারণে নেই লিটন দাসও।

এদিকে নিজেদের সবশেষ সিরিজে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে রশিদ-নবিরা। এ ছাড়াও ব্যাটিং-বোলিং সব ফরম্যাটেই ভারসাম্য রয়েছে আফগানিস্তানের।

Header Ad

খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত চার

ফাইল ছবি

খাগড়াছড়ির মহালছড়ির খ্যাংসা পাড়া এলাকায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আহত হন আরও চারজন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে খাগড়াছড়িতে হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শীলাবৃষ্টি হয়।

ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া বিলবোর্ড, বৈদ্যুতিক তার ছিড়ে পড়েছে। খাগড়াছড়ি বাস টার্মিনালের মূল সড়কের ওপর গাছ ভেঙে পড়ার কারণে প্রায় এক ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। অনন্ত মাস্টার পাড়া এলাকায় ঝড়ে গাছ উপড়ে বিদ্যুতের ট্রাসফরমার পড়ে গেছে।

এছাড়া খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের গ্যারেজ শেডের ওপরে একটি গাছ ভেঙে পড়ে। এতে বাবুল ত্রিপুরা (২৭) নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনো বিদ্যুৎবিহীন রয়েছে খাগড়াছড়ি সদরসহ ৪টি উপজেলা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, বিভিন্নস্থানে ভেঙে পড়া গাছপালা অপসারণের কাজ চলছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক
প্রথম ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত চার
শমী কায়সার গ্রেপ্তার
স্বৈরাচার পালিয়েছে, তবে দেশে এখনো ক্রান্তিকাল বিদ্যমান: তারেক রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় গৃহবধূর আত্মহত্যা
সম্মেলন শেষে ঢাবি পরিচ্ছন্নতা অভিযান করেছে তাবলিগের সাথীরা
বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন সালাহউদ্দিন
আরও ২৯ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
কৃষক বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের এএসপি হন শতকোটি টাকার মালিক হারুন
হত্যা মামলার আসামি হয়েও পাসপোর্ট পেতে যাচ্ছেন শিরীন শারমিন চৌধুরী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
শেখ হাসিনা কীভাবে ভারতে আছেন, জানতে চাইলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী
মানুষ আগেও ভোটারবিহীন সরকারকে মানেনি, এখনও মানবে না: মির্জা আব্বাস
মাওলানা সাদকে দেশে আসতে দিলে অন্তর্বর্তী সরকারের পতন
সরকারি অনুষ্ঠানে স্লোগান ও জয়ধ্বনি থেকে বিরত থাকার নির্দেশনা
বেনাপোল স্থলবন্দরে ভোক্তা অধিকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ, সবচেয়ে বেশি র‌্যাবের বিরুদ্ধে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি, থানায় জিডি