অস্ত্রের চালান পেয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছবিসংবলিত এই ব্যানার টাঙানো হয়েছে ইসরায়েলের সড়কে। ছবি: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের এক্স (টুইটার) পোস্ট থেকে নেওয়া
যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ও গোলাবারুদের চালান ইসরায়েলে পৌঁছেছে। এ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে তৈরি করা ব্যানার টাঙানো হয়েছে ইসরায়েলের রাস্তার পাশের বিলবোর্ডে। এ রকম একটি ছবি আজ বুধবার এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।
পাশাপাশি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ওই পোস্টে বাইডেনের উদ্দেশে লিখেছেন, ‘ধন্যবাদ জনাব প্রেসিডেন্ট।’
Thank you Mr. President pic.twitter.com/2YfWV0S9d6
— אלי כהן | Eli Cohen (@elicoh1) October 11, 2023
গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে দেশটির প্রতি সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হামাসের হামলার পাল্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে অবিরাম বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামাসবিরোধী এই হামলায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের প্রথম চালান গতকাল সন্ধ্যায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পৌঁছেছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের পাঠানো আধুনিক প্রযুক্তির গোলাবারুদ নেভাটিম বিমানঘাঁটিতে পৌঁছেছে। এতে তাদের হামলা জোরদারের সক্ষমতা বাড়ল।
অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার জন্য বিশ্বের সবচেয়ে বড় রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডসহ বেশ কিছু যুদ্ধজাহাজ ইসরায়েলের কাছাকাছি ভূমধ্যসাগরে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।