সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসে
নরওয়ের সাহিত্যিক জন ফোসে এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন।
‘নির্বাককে কণ্ঠ দেওয়ার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য’ চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান সাহিত্যিক জন ফসে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় নোবেল কমিটি সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরস্কার নরওয়েজিয়ান লেখক জন ফসেকে দেওয়া হয়েছে। তার উদ্ভাবনী নাটক এবং গদ্য অকথ্য বিষয়কে ফুটিয়ে তুলেছে।
জন ফসে একাধারে লেখক ও নাট্যকার। নিপীড়িত মানুষের কণ্ঠস্বর তার সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সাহিত্যে নিপীড়িত মানুষের পক্ষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্যই তাকে এবারের নোবেল বিজয়ী ঘোষণা করা হয়।
১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন, তার রচনাগুলি 40টি নাটক, উপন্যাস, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদের ভাণ্ডারে বিস্তৃত।
তিনি সবচেয়ে স্বীকৃত এবং ব্যাপকভাবে অভিনয় করা নাট্যকারদের একজন।
সুইডিশ একাডেমির ভাষায়, তিনি "তার নরওয়েজিয়ান পটভূমির প্রকৃতিকে শৈল্পিক কৌশলের সাথে মিশ্রিত করেছেন" এবং তার রচনায় "মানুষের উদ্বেগ এবং দ্বিধাদ্বন্দ্বকে প্রকাশ করার জন্য" প্রশংসিত হয়েছেন।
১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। চলতি বছর এ শাখার ১১৪তম পুরস্কার পেলেন জন ফসে।
প্রতি বছর সাধারণত একজন সাহিত্যিককে নোবেল পুরস্কারের জন্য চুড়ান্তভাবে মনোনীতি করা হয়। ইতিহাসে মাত্র চার বার এই পুরস্কার একাধিকজনের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে।
সাহিত্যে নোবেলজয়ী ১১৪ জনের মধ্যে নারীদের সংখ্যা ১৭ জন।