তীব্র গরমে পুড়ছে ভারত, দুদিনে ৩৪ জনের মৃত্যু
তীব্র গরমে অতিষ্ঠ ভারতের উত্তর প্রদেশের জনজীবন। গত দুই দিনে উত্তর প্রদেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই ষাটোর্ধ্ব। প্রচণ্ড রোদে দিনে জরুরি প্রয়োজন ছাড়া ষাটোর্ধ্বদের বাইরে বের না হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (১৭ জুন) দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের বালিয়া জেলা তীব্র গরমে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা সবাই হাসপাতালে ভর্তি ছিলেন।
চিফ মেডিকেল অফিসার (সিএমও) ড. জয়ন্ত কুমার শনিবার ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেছেন, বালিয়া জেলাতে প্রচণ্ড গরম পড়ছে। বৃহস্পতিবার (১৫ জুন) আমরা ২৩ জনের মৃত্যুর খবর পাই। আর শুক্রবার (১৬ জুন) ১১ জন মারা গেছেন।
তিনি আরও বলেন, নিহতদের আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা ছিল। তবে গরমে অবস্থার আরও অবনতি হয়। অধিকাংশই হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়রিয়াজনিত কারণে মারা গেছেন। এসময় তিনি জনসাধারণকে হিট স্ট্রোক এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেন।
ভারতের আবহাওয়া বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, শুক্রবার (১৬ জুন) বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সাধারণ তাপমাত্রার চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।