করোনা : আক্রান্তের শীর্ষে কোরিয়া, মুত্যৃতে জার্মানি
গত কয়েক দিন ধরেই বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের সংখ্যা কম ছিল। তবে শুক্রবারও বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে গেছে আগের দিনের তুলনায়। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৬ জন। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৪৪ জন।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে শনিবার (২৭ মে) সকালে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়েবসাইটির তথ্য বলছে, শুক্রবার বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জার্মানি, আর এদিন একক দেশ হিসেবে এই রোগে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়।
বৃহস্পতিবার জার্মানিতে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৩৫ জন।
একই দিন ১৯ হাজার ৮০ জন নতুন আক্রান্ত রোগী নিয়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি, এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
জার্মানি ও দক্ষিণ কোরিয়া ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার মৃত্যু ও সংক্রমণের উচ্চহার দেখা গেছে, সেসব হলো— ইতালি (মৃত ২৬, নতুন আক্রান্ত ২ হাজার ৪১৪) বেলজিয়াম (মৃত ২৬, নতুন আক্রান্ত ১ হাজার ৬৬ জন), যুক্তরাষ্ট্র (মৃত ২১, নতুন আক্রান্ত ২ হাজার ৬৫৯ জন), এবং মেক্সিকো (মৃত ১৮, নতুন আক্রান্ত ১ হাজার ৩৬১ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৭ লাখ ২৮ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ৯০ হাজার ৮০৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ১৬৯ জন।
এসএন