মেক্সিকোতে গুলিতে নিহত অন্তত ১০
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কার রেসিং শোতে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। স্থানীয় সময় শনিবার (২০ মে) এ ঘটনা ঘটে।
রবিবার (২১ মে) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
রয়টার্স বলছে, শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার-শোতে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় পৌর সরকার নিশ্চিত করেছে।
এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলার ঘটনা ঘটে।
শহর কর্তৃপক্ষের ভাষ্য, কার রেসিং শোতে অংশ নেওয়া চালকরা একটি মহাসড়কের পাশে তাঁদের গাড়ি দাঁড় করিয়েছিলেন। তখন একদল লোক একটি ট্রাক থেকে নেমে আসেন। তারা চালকদের লক্ষ্য করে গুলি করেন। এতে হতাহতের ঘটনা ঘটে।
মিউনিসিপ্যাল ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।
মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গোলাগুলির ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।
আরএ/