‘রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র’
ওয়াশিংটন যে ভূখণ্ডকে রাশিয়া হিসেবে স্বীকৃতি দেয় সেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনের হামলাকে সমর্থন করে না।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শনিবার (২০ মে) এ কথা বলেন।
জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজক শহর হিরোশিমায় এক ব্রিফিংকালে কিয়েভ এফ-১৬ যুদ্ধবিমান রুশ অঞ্চলে হামলায় ব্যবহার করবে না এমন নিশ্চয়তার বিষয়ে মার্কিন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি এ কথা বলেন।
সুলিভান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সকল মৌলিক সক্ষমতা দিয়েছে তার মূল হিসেবে ওয়াশিংটন রুশ অঞ্চলে হামলা সমর্থন করে না।’
উল্লেখ্য, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত ধনী দেশগুলোর সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিয়ে সহায়তা করার ঘোষণা দেয়।
এমনকি যুক্তরাষ্ট্র এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানায়।
এমএমএ/