ইমরানের বাসভবনে সরকারের প্রতিনিধি দল, ১৪ জঙ্গি গ্রেপ্তার!
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্কে পৌঁছেছেন পাঞ্জাব সরকারের একটি প্রতিনিধি দল। গোয়েন্দা প্রতিবেদনের দাবিতে প্রাদেশিক সরকারের করা অভিযোগ 'জামান পার্কের ভেতর ৩০-৪০ জন জঙ্গি অবস্থান নিয়েছে' এর বিষয়ে আলোচনা করতে এসেছেন তারা৷ পাশাপাশি 'জামান পার্ক' থেকে পালানোর সময় এখন পর্যন্ত '১৪ জঙ্গি'কে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, লাহোর কমিশনারের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও আছেন উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ সুপার এবং নারী পুলিশ সদস্যরা। তারা সন্ত্রাস বিরোধী আদালত থেকে অনুসন্ধান পরোয়ানা নিয়ে এসেছেন।
জামান পার্কে তল্লাশি অভিযান পরিচালনা করার আগে পিটিআই নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য পাঞ্জাব সরকার একটি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই এই প্রতিনিধি দল ইমরানের বাসভবনে পৌঁছায়।
ঘটনাস্থলে অবস্থানরত জিও নিউজের সংবাদকর্মী আজম মালিক জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে আলোচনা শেষ করে তার আইনি দলের সাথে আলোচনায় বসেছেন সরকারের প্রতিনিধি দল।
এর আগে, গেল বুধবার (১৭ মে) গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে প্রাদেশিক সরকার দাবি করেছিল ইমরান খানের বাসায় জঙ্গিরা অবস্থান নিয়েছে। জঙ্গিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে ইমরানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল পাঞ্জাব সরকার। এর অন্যথা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
তবে সে সময়সীমা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে পরে অবশ্য পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর বলেছিলেন ইমরান খানের অনুমতিক্রমে এবং ক্যামেরার সামনে 'জঙ্গি' ধরতে তল্লাশি অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী।
মীর বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি, মুখোমুখি সংঘর্ষের পরিবর্তে লাহোর কমিশনারের তত্ত্বাবধানে খান সাহেবের কাছে একটি প্রতিনিধি দল পাঠাব। তারা তাকে (ইমরান খান) জামান পার্কে অভিযান পরিচালনার জন্য অনুমতি দিতে আহ্বান জানাবে। আর যেহেতু সেখানে জঙ্গি উপস্থিতির খবর পাওয়া গেছে তাই প্রতিনিধি দলের সঙ্গে ৪০০ পুলিশ সদস্যও থাকবে।'
এদিকে, ইমরানের বাসভবনে সরকারের প্রতিনিধিদল পৌঁছানোর ঘণ্টাখানেক আগেই লাহোর মহানগর পুলিশের কর্মকর্তা বিলাল সাদিক দাবি করেছেন, 'জামান পার্ক থেকে পালানোর সময় আরও ৬ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।'
এর আগে, বৃহস্পতিবার (১৮ মে) পাঞ্জাব সরকারের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেছিলেন যে জামান পার্ক থেকে পালানোর সময় ৮ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
'আটক সন্ত্রাসীদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তারা ৯ মে লাহোর সেনা কমান্ডারের বাসভবনে হামলার সঙ্গে জড়িত' বলে দাবি করেন তিনি।
/এএস