চীনের ডাকে সাড়া দিয়ে জাহাজ উদ্ধারে ভারত
ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ ৩৯ জনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৯ জনের মধ্যে ১৭ জন চীনের বাসিন্দা, ১৭ জন ইন্দোনেশিয়ার ও পাঁচজন ফিলিপাইনের। তবে যাদের উদ্ধার করা হয়েছে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়,পানির মধ্যে জাহাজটি উল্টে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। এরপরই বাকিদের খোঁজে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে উদ্ধার হওয়া নিখোঁজ দুইজন কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে জাহাজ উদ্ধারে বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়েছে চীন। এরপর ভারত উদ্ধার অভিযানে পাঠিয়েছে সেনাবাহিনী। এই অভিযানে মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর পি৮আই এয়ারক্রাফ্ট।
এরমধ্যে জাহাজের একাধিক অংশ চিহ্নিত করেছে এয়ারক্রাফ্টটি। খারাপ আবহাওয়া সত্ত্বেও সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।
সংবাদমাধ্যম বলছে, চীন বিশ্বের বৃহত্তম গভীর সমুদ্রে মাছ ধরার বহর পরিচালনা করে বলে মনে করা হয়। চীনের রাষ্ট্রীয় সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং সহায়ক জাহাজের বিস্তৃত নেটওয়ার্কের অনেক জাহাজ একটানা কয়েক মাস বা এমনকি বছরজুড়ে সমুদ্রে অবস্থান করে।
অবশ্য নৌকা ডুবে যাওয়ার পেছনে কারণ কী হতে পারে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে আবহাওয়া ও উত্তাল সমুদ্র সাধারণত এই ধরনের ট্র্যাজেডির কারণ বলে মনে করা হয়।
এসএন