ইমরানের 'জঙ্গি'দের পুলিশে হস্তান্তরের আল্টিমেটাম
লাহোরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান পার্কের বাসভবনে আশ্রয় নেওয়া '৩০-৪০ জন জঙ্গি'কে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কে ২৪ ঘন্টার সময়সীমা দিয়েছে অন্তর্বর্তীকালীন পাঞ্জাব প্রাদেশিক সরকার।
জামান পার্কে 'জঙ্গিদের' উপস্থিতির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন পাওয়া গেছে বলে দাবি পাঞ্জাব সরকারের।
বুধবার (১৭ মে) লাহোরে এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর এই হুঁশিয়ারি দিয়ে বলেন, 'পিটিআই অ-রাষ্ট্রীয় কর্তাদের মতো আচরণ করছে।'
'পিটিআই প্রধান এক বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করে চলেছেন' বলে অভিযোগ করেছেন তিনি।
মীর জানিয়েছেন, দেশে সামরিক স্থাপনায় হামলার ঘটনাটি ছিল সুনির্দিষ্ট ও পরিকল্পিত এবং সরকার এটির প্রতি 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে।
এদিকে 'অগ্নিসংযোগকারীদের' মোকাবিলা করার জন্য পাঞ্জাব পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি।
গেল ৯ মে দুপুরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করে এনএবি। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে তুলে নেয় রেঞ্জার্স সদস্যরা। ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদে সহিংসতার ঘটনা ঘটে।
পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ইমরানকে গ্রেপ্তারের পরপরই সেনাবাহিনীর সম্পত্তি ও স্থাপনায় সংগঠিত আক্রমণ চালানো হয়েছিল এবং সেনাবাহিনী বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল।
গ্রেপ্তারের দুই দিন পর ১২ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিন পান ইমরান। এখন আবার তাকে জঙ্গিদের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিল পাঞ্জাব প্রাদেশিক সরকার।
/এএস