করোনায় মৃত্যু একশোর নিচে, কমেছে শনাক্ত
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ও নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৫ জনের। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৫১৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রবিবার (১৪ মে) সকালে এসব তথ্য পাওয়া গেছে। এ সময় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড়শো জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৭৪ হাজার ২৫৫ জনে।
একই সময়ের মধ্যে আগের দিনের তুলনায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ১৫ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ২৫৬ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৪ জন এবং মারা গেছেন ৬ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৯০ হাজার ৬৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৫৯৭ জনের।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৭ জন এবং মারা গেছেন ২৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৯৫ হাজার ৩৮০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৬৮৫ জনের।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন এবং মারা গেছেন ১ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৯৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬২ হাজার ৬৯৯ জন মারা গেছেন। একইসময়ে ডেনমার্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন এবং মারা গেছেন ৭ জন।
ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ২৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৬৭ লাখ ৯৬ হাজার ৪৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ৫৯৯ জন মারা গেছেন। একইসময়ে হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪১ জন এবং মারা গেছেন ৯ জন।
এসএন